ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালুর প্রায় তিন বছর পর অস্ত্রোপচার ছাড়াই পুত্রসন্তানের জন্ম দিলেন পারুল বেগম (২৮) নামে এক গৃহবধূ। শুক্রবার রাতে পারুল বেগম পুত্রসন্তানের জন্ম দেন।
এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া এটি প্রথম শিশু। পারুল বেগম উপজেলার চম্পকনগর ইউনিয়নের টানগেরাগাঁও গ্রামের সিএনজি অটোরিকশাচালক সাহিদ মিয়ার স্ত্রী। বর্তমানে নবজাতক ও তার মা সুস্থ আছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০ শয্যা বিশিষ্ট বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগ চালু করা হয়। ২০২০ সালের এপ্রিল মাসে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়। চলতি বছরের ২ মে আবার চিকিৎসাসেবা চালু হয়। চালুর চার দিন পর ৬ মে থেকে আবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে চালু করা হয়। শুক্রবার (১০ আগস্ট) থেকে আবার সাধারণ চিকিৎসাসেবা শুরু হয়। ওই দিন সন্ধ্যায় প্রসবব্যথা নিয়ে পারুল বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন স্বজনেরা। ভর্তির পর নরমাল ডেলিভারির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। রাত দেড়টার দিকে ডা. ইয়াছমিন আক্তার ও ডা. শাউলিন জাহানের তত্ত্বাবধানে পারুল বেগম পুত্রসন্তান জন্ম দেন।
এ ব্যাপারে নবজাতকের বাবা সাহিদ মিয়া বলেন, সিজারিয়ান অপারেশন ছাড়া আমার স্ত্রী সন্তান জন্ম দেওয়ায় খুশি। এতে আমার কোনও টাকা খরচ হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স চালুর পর এটিই প্রথম শিশু। নরমাল ডেলিভারিতে শিশুর জন্ম হওয়ায় আমরা খুশি।
তিনি বলেন, প্রসূতির পরিবার থেকে আমাদের সিজারিয়ান অপারেশন করার কথা বলা হয়েছিল। কিন্তু আমরা নরমাল ডেলিভারি করাই। বর্তমানে শিশু ও তার মা ভালো এবং সুস্থ আছে। আমরা চাই প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারি। সিজারিয়ান অপারেশন ছাড়া সন্তান প্রসব হওয়া প্রসূতির জন্য মঙ্গলজনক।
ডা. মো. মাসুম আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট রয়েছে। আট জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন ছয় জন। সাত জন নার্স থাকার কথা থাকলেও আছেন পাঁচ জন, আয়া দুই জন। ফিল্ড পর্যায়েও পাঁচ জন চিকিৎসকের সংকট রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া প্রথম শিশুটি অস্ত্রোপচার ছাড়াই জন্ম নেওয়ায় খুশি হয়েছি। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট আছে। বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছি। জনবল সংকট দূর হবে।