X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০২:৪০

এডিস মশার আক্রমণ থেকে নিজেদের রক্ষায় শিক্ষার্থীদের ফুল হাতার শার্ট এবং ফুল প্যান্ট পরে ক্লাসে যেতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ফুল প্যান্ট-শার্ট পরে স্কুলে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও এ পরামর্শ দেওয়া হয়েছে।’ শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে একাত্তর টিভির নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম জানান, রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রগ্রাম হাতে নেন তারা। ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর এ কর্মসূচি পালন করেন। স্কুল ও কলেজ ক্যাম্পাস মশা মুক্ত করার জন্য এ প্রগ্রাম।’

অতিথিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উত্তর সিটি করপোরেশন এলাকার ৬৫০টি স্কুলে যাওয়া হয়েছে। এর মধ্যে ২০ শতাংশের বেশি স্কুল এলোমেলো ছিল। আমি তাদের বলেছি এটা ঠিক করতে। তারা বলেছে, আজকের মধ্যে করে দেবে। আমি তাদের রিপোর্ট দিতে বলেছি।’

অনুষ্ঠানে উপস্থাপনা করেন ফারজানা রূপা। অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া ডেঙ্গু বিশেষজ্ঞ এবং কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ  গোলাম ফারুকও উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশের স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে খোলা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল-কলেজগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা কতটুকু সুরক্ষিত থাকবে বা তাদের সুরক্ষার জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে—এসব বিষয় নিয়ে আজকের একাত্তর জার্নালের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লা বলেন, ‘এইবার আসলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। ঢাকা শিশু হাসপাতালসহ বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে বাবা-মায়ের যদি উদ্বেগ দেখেন, সহ্য করা খুব কঠিন। কারণ তারা মনে করে তাদের বাচ্চা বাঁচবে কিনা। দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন। এর থেকে বেরিয়ে আসা দরকার।’

মোহাম্মদ শহীদুল্লা বলেন, ‘ডেঙ্গুতে শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভা নিধন সবচেয়ে বেশি দরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে—এ কথা আমরা আগেই বলেছিলাম। সেটা করা হচ্ছে। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ডিজিকে ধন্যবাদ। তবে শুধু লার্ভা নিধন করলে হবে না। মশা জন্মানোর পর তা যেন কামড়াতে না পারে এ জন্য ক্লাস শুরুর আগে রুম স্প্রে করতে হবে। ক্লাস রুমে যেন পর্যাপ্ত আলো থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে। আলোর ওপর এডিস মশার আনাগোনা নির্ভর করে। ফুল হাতা জামা ও প্যান্ট পরতে হবে।’  

তিনি আরও বলেন, ‘করোনার মতো শিশুদের মধ্যে অন্যরোগ থাকলে ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি বেশি থাকে। যেসব শিশুদের করোনা বা ক্যানসার আছে তাদের মৃত্যু ঝুঁকি বেশি।’

 

/আইএ/
সম্পর্কিত
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া