X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ফেসবুক বলছে বিয়ে করেছেন মাহি!

বিনোদন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৮

চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন- তার ঘনিষ্ঠজনদের ধারণা তা-ই। পাত্র তার বন্ধু-ব্যবসায়ী-রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিব। তবে বিষয়টি নিয়ে বারবার যোগাযোগ করা হলেও কেউ-ই মুখ খুলছেন না।

এদিকে, মাহির ফেসবুক জানান দিচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিশেষ করে এ দুজনের বেশ কিছু মন্তব্য বলছে, তারা বিয়ে করেছেন। সম্প্রতি মাহির একটি পোস্টে মন্তব্য করেন রাকিব। মজার ছলে বলেন, ‌‘কে তুমি’? প্রত্যুত্তরে মাহি লেখেন ‘বউ’। সেই প্রত্যুত্তর

অন্যদিকে, ফেসবুকে সম্প্রতি একটা পোস্টে মাহি লিখেছেন, আগামী ১৩ তারিখে ভক্ত ও দর্শককে সারপ্রাইজ দেবো।

তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন অনেকেই। ধারণা করছেন, বিয়ের ঘোষণাটাই আসতে যাচ্ছে। 

রাকিবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সম্প্রতি যোগাযোগ করা হয়েছিল মাহির সঙ্গে। তিনি বলেন, ‘রাকিব আমার ভালো বন্ধু। তার সঙ্গে ঘোরাঘুরি করি, তাই হয়তো অনেকে এমনটা বলেন।’

গত মে মাসে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে নিজের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন মাহি। জুন মাসের এক রাতে হঠাৎ করেই মাহি ফেসবুকে লেখেন, ‘ওয়েল, আই ক্যান ফিল ইউ ইন সংস, মুভিজ অ্যান্ড এভরিহয়ার, আলহামদুলিল্লাহ!’ (ভালো! গান, সিনেমা, সর্বত্রই আমি তোমাকে অনুভব করতে পারি, আলহামদুলিল্লাহ)।’ 

তখনই নতুন প্রেমের গুঞ্জন চারদিকে চাউর হয়। সেদিন মেহেদিতে রাঙানো ছিল মাহির হাত। আর পরনে ছিল গোলাপি রঙের একটি শাড়ি। তার পাশেই পাঞ্জাবি পরে ছিলেন রাকিব। মেহেদি হাতে মাহি

এরপরই মাহির ফেসবুক স্ট্যাটাসগুলো আরও রোমান্টিক হয়ে ওঠে। ১৪ জুন লেখেন, ‘মিসিং ইউ।’ ১৮ জুন, ‘আমি সারা দুনিয়া ঘুরিয়া দেখি, সুখ তো আমার ব্যালকনিতেই ছিল।’ এরপরই লেখেন, ‘একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না।’ 

পরের মাসে ফেসবুকে লেখেন, ‘আমি ১২ বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি, আবার ১২ দিনের সম্পর্ক আজীবন টিকে যেতেও দেখেছি।’ সেই অবকাশে মাহি

এখানেই শেষ নয়। জুন মাসের শেষ সপ্তাহে মাহি ফেসবুকে তিনবার লেখেন, ‌‘আলহামদুল্লিলাহ’। আগস্ট মাসের ৬ তারিখে আবারও একইভাবে লেখেন, ‘আলহামদুল্লিলাহ’। এরপর গত ১৯ আগস্ট তিনি যান ঢাকার বাইরে কোনও এক সৈকতে। ধারণা করা হচ্ছে সেটা হানিমুন। পরের চার-পাঁচ দিন শুধু নিজের একার ছবি পোস্ট করেন। তবে শেষের দিকে ২৫ আগস্ট দুই পরিবারের সদস্যদের সঙ্গে তার ছবি পাওয়া যায়। 

অন্যদিকে তাদের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমরা বন্ধু। এ জন্যই মাঝে মধ্যে ঘুরি। এখন বন্ধুর সঙ্গে কি ঘুরতেও পারবো না।’ সৈকতে মাহি

/এম/এমওএফ
সম্পর্কিত
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
দুই বছর পর নতুন গানে ফেরা...
দুই বছর পর নতুন গানে ফেরা...
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
১০ মিলিয়নের মাইলফলক!
১০ মিলিয়নের মাইলফলক!
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার