X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে সয়াবিনের দাম লিটারে বেড়েছে ৭ টাকা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৭

ময়মনসিংহে ভোজ্যতেল সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েই চলেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে দাম লিটারে বেড়েছে সাত টাকা পর্যন্ত। তেলের দাম বৃদ্ধির জন্য পাইকারি বিক্রেতাদের দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। তাদের অভিযোগ, ময়মনসিংহের পাঁচ শীর্ষ পাইকারি বিক্রেতা সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম বাড়িয়ে ভোজ্যতেল বিক্রি করে থাকেন। এজন্য পাইকারিতে ভোক্তাদের কাছে তা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ময়মনসিংহের মেছুয়া বাজারের খুচরা বিক্রেতারা জানান, ময়মনসিংহে ভোজ্য তেলের বড় পাইকারি বিক্রেতারা সিন্ডিকেট করে খুচরা বিক্রেতাদের একরকম জিম্মি করে ইচ্ছেমতো দাম বাড়িয়ে থাকেন। চলতি মাসের শুরুতে প্রতি লিটার সয়াবিন তেল পাইকারি বিক্রেতারা ১৩৫ টাকা দরে বিক্রি করেছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দাম বাড়িয়ে তা বিক্রি করা হচ্ছে ১৪২ টাকা দরে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পাইকারিতে লিটারে দাম বেড়েছে সাত টাকা। একইভাবে পাম অয়েল প্রতি লিটার দুই সপ্তাহ আগে পাইকারি বিক্রেতারা ১৩০ টাকা লিটার বিক্রি করলেও বর্তমানে তা বিক্রি করছেন ১৩৬ টাকায়। আর খুচরা বাজারে আগের ১৩৫ টাকা জায়গায় তা বর্তমানে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

ময়মনসিংহে সয়াবিনের দাম লিটারে বেড়েছে ৭ টাকা মেছুয়া বাজারের খুচরা বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, ‘পাইকারি বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে বলে তা আরও বেশি দরে বিক্রি করতে হয়। ময়মনসিংহের পাঁচ জন বড় ধরনের পাইকারি বিক্রেতা আছেন। তারা ঢাকা ও চট্টগ্রাম থেকে ভোজ্যতেল এনে বেশি মুনাফার আশায় দাম বাড়িয়ে বিক্রি করায় এর প্রভাব পড়ে খুচরা পর্যায়ে। ভোক্তারা পাইকারি বিক্রেতাদের কাছে তো যায় না। দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের কাছে এর জবার আমাদের দিতে হয়।’ এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করেছেন তিনি।

এদিকে, জানতে চাইলে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বিক্রি করার অভিযোগ অস্বীকার করেন পাইকারি ভোজ্যতেল বিক্রেতা মেসার্স বিমল বালা পালের প্রতিনিধি কাঞ্চন পাল। তিনি বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের মিল থেকে সরাসরি খোলা ভোজ্যতেল আমরা আনতে পারি না। একশ্রেণির মধ্যস্বত্বভোগী ব্রোকার ব্যবসায়ীদের মাধ্যমে তেল আনতে হয়। এসব ব্যবসায়ীকে ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগাম টাকা পাঠানোর পর এক সপ্তাহ পরে তেলের গাড়ি পাঠিয়ে দেন তারা। ভোজ্যতেল আনার জন্য কোনও ভাউচার দেন না তারা। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেছে দোহাই দিয়ে এসব ব্রোকার ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেন। আমরা পাইকারি বিক্রেতারা একরকম জিম্মি হয়ে ভোজ্যতেলের ব্যবসা করছি। বেশি দরে কিনে এনে পাইকারিতে বেশি দরে বিক্রি করার কারণে এর প্রভাব পড়ে খুচরা বাজারে।’

জেলা বাজার কর্মকর্তা জিল্লুর বারী জানান, পাইকারি বিক্রেতারা কী দরে ভোজ্যতেল কিনে এনে বিক্রি করছেন, এর কোনও ভাউচার দেখাতে পারেন না তারা। ভাউচার দেখতে চাইলে তারা জানান, ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরা তাদের ভোজ্যতেলের কোনও ভাউচার দেন না। দাম বাড়িয়ে দেওয়ার কারণে মাঝে মাঝে মোবাইল কোর্ট করে জরিমানা করা হয়। তবে ভোজ্যতেল নিয়ে বাজারে অস্থিরতা আছে স্বীকার করেছেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেলের দাম বাড়ানোর বিষয়ে দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।’       

/এমএএ/
সম্পর্কিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
টিসিবির জন্য ৩৪৭ কোটি টাকার ডাল-তেল কিনছে সরকার
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত