X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাছ নিয়ে ফেরার পথে উত্তাল সাগরে ডুবলো আরেকটি ট্রলার

পটুয়াখালী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫১

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আন্ধারমানিক মোহনা সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাশে থাকা আরেকটি ট্রলার ওই ১১ জেলেকে উদ্ধার করে। সন্ধ্যার দিকে উদ্ধার জেলেদের পাথরঘাটা এলাকার জ্ঞানপাড়ায় নিয়ে যাওয়া হয়।

আলীপুর-কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, পিরোজপুরের তেলিখালি এলাকার হারুন মাঝির ট্রলারটি মাছ শিকার শেষে তীরে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ট্রলারটির হদিস না মিললেও পাশে থাকা অন্য একটি ট্রলার ১১ জেলেকে নিয়ে তীরে ফিরে আসে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উড়িষ্যা-ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সমুদ্রের বড় বড় ঢেউ সৈকতের তীরে আছড়ে পড়ছে। বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত দুইদিন ধরে উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ ট্রলার মহিপুর আলীপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

সাগর তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ

পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছেন, উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়োহাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই পটুয়াখালীর পায়রা বন্দরকে আজও স্থানীয় তিন নম্বর সতর্কতা সংকতে দেখিয়ে যেতে বলেছে। সব মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

জেলে মো. আবুল হোসেন বলেন, ‘সাগর উত্তর রয়েছে। তুফানে নৌকা-ট্রলার উল্টে ফালানোর মতো অবস্থা। সাগরে খেও দেওয়ার (জাল ফালানোর)  মতো কোন কায়দা নেই। এতে বোট নিয়ে আমরা মহিপুর মৎস্য বন্দরে  আসছি।’

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, ‘পায়রা বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এ বিষয় জেলেদেরকে আগেই অবহিত করা হয়েছে। এতে জেলেরা মহিপুর ও আলীপুর ঘটে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। আজকে আমি আন্ধারমানিক নদীসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। মহিপুর ঘটে থাকা জেলেদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, সাগরে জেলে নেই। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে অতিরিক্ত মাছ পাওয়ার আশায় সাগরে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে নৌকাটি এ ট্রলারটি।’ 

/এফআর/
সম্পর্কিত
ভৈরবে ট্রলারডুবি: কনস্টেবলসহ আরও ২ জনের লাশ উদ্ধার
ভৈরবে ডুবে যাওয়া ট্রলারের আরও ৩ যাত্রীর মরদেহ উদ্ধার
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া