X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্কুলের সামনের হকার উচ্ছেদ করবে কে?

জাকিয়া আহমেদ
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর দেখা মেলে আপ্লুত শিক্ষক-উচ্ছ্বসিত শিক্ষার্থীদের। স্কুলের ভেতরে অবস্থান করা সন্তানের অপেক্ষায় বাইরে থাকা অভিভাবকদের জটলাও চোখে পড়ার মতো।

তবে সব ছাপিয়ে চোখে পড়ে সেই পুরনো চিত্র। পুরো রাস্তাজুড়ে হকারদের অবস্থান। কী নেই সেখানে? বিছানার চাদর, মাথার ব্যান্ড-কাজল-লিপস্টিক,  স্যান্ডেল, আইসক্রিম, বেলুন, ফুচকা, হাওয়াই মিঠাই, স্টিলের তৈজসপত্র, চিপস, বাদাম, আচার বা কটকটি। আর ভ্রাম্যমাণ এসব হকারদের সামনে দাঁড়িয়ে কেনাকাটায় ব্যস্ত অভিভাবকরা।

স্কুলের সামনের হকার উচ্ছেদ করবে কে?

শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি নির্দেশনা মেনেই স্কুল খুলেছে। কিন্তু স্কুলের ভেতরে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানানো সম্ভব হলেও স্কুলের বাইরে অভিভাবকদের জটলা শঙ্কার জন্ম দিয়েছে। স্বাস্থ্যবিধি মানায় অনাগ্রহ দেখা দেওয়ায় স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যেই আশঙ্কার কথা জানিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও স্কুলের বাইরে অভিভাবকদের যেন ভিড় না হয় সে বিষয়ে সচেতন করেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যেন কোনও ধরণের গ্যাদারিং না হয় সেজন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, স্কুল-কলেজ খোলার পর প্রতিষ্ঠানের সামনে যেন চায়ের দোকান-ফুচকার দোকান না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অভিভাবকদের আড্ডা যেন না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

স্কুলের সামনের হকার উচ্ছেদ করবে কে?

অথচ রাজধানীর একাধিক স্কুল ঘুরে সেই পুরনো চিত্রই দেখা যাচ্ছে। ভিকারুননিসা স্কুলের পাশাপাশি রাজধানীর ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ এবং বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা গেল স্কুলের সামনে ফুচকা, পানিপুরিসহ নানা পসরার আয়োজন নিয়ে বসেছে ভ্রাম্যমাণ দোকান। যথারীতি সেখানে অভিভাবকদের জটলা। ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সামনে দেখা গেল, শিক্ষার্থীরা সেখানে রীতিমতো আয়োজন করে ফুচকা খাচ্ছে।

ভিকারুননিসা নূন স্কুলের বাংলা ভার্সন ডে শিফটের শাখা প্রধান মো. শাহআলম খান হকারদের অবস্থান নিয়ে অসহায়ত্বের কথা বলেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, গেটের বাইরে আবার হকার বসেছে। সেখানে অভিভাবকরা জটলা করছেন, জিনিসপত্র কিনছেন। আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরিচালনা করছি স্কুলের ভেতরে, কিন্তু বাইরের হকারদের নিয়ে নিরুপায় অবস্থায় রয়েছি।

স্কুলের সামনের হকার উচ্ছেদ করবে কে?

স্কুল সামনে অভিভাবকদের জটলা এবং হকারদের অবস্থানের বিষয়ে অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, সবাই যদি উটপাখির মতো মুখ গুঁজে থাকে তাহলে সামনে বিপদ। এসব গ্যাদারিং বন্ধ করতে হবে, কোনও স্কুলের সামনে হকারদের বসতে দেওয়া যাবে না, অভিভাবকদের বুঝতে হবে তারা যে উদ্বিগ্ন হয়ে সন্তানের জন্য গেটের বাইরে ভিড় করছেন সেটাই তাদের জন্য বড় ঝুঁকি। তারা যে ফুটপাতে বসে থাকা হকারদের থেকে জটলা করে বসে জিনিসপত্র কিনছেন সেটাই তার সন্তানের বিপদ ডেকে আনতে পারে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, স্কুলের ভেতরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, কিন্তু গেটের বাইরে তো অভিভাবকদের জটলা। সেইসঙ্গে রয়েছে হকারদের উৎপাত।

হকার সরাতে রমনা থানার টহল পুলিশকে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এতেও যদি কাজ না হয় তাহলে পরিস্থিতি দেখে আগামীকাল অথবা তার পরের দিন লিখিতভাবে অনুরোধ প্রশাসনকে করবো।

স্কুলের সামনের হকার উচ্ছেদ করবে কে?

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী