X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কিংসলের ঘোষণা, বাংলাদেশের জার্সিতে খেলতে প্রস্তুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৯

আগেই বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলে। এখন অপেক্ষা লাল-সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর। এরই মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে তার নাম উঠেছে। ফিফার ছাড়পত্র পেলেই এই স্ট্রাইকারের আর বাধা থাকবে না। তাই প্রস্তুতিটাও সেভাবে সেরে রাখেছেন কিংসলে।

মঙ্গলবার প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নিজেকে নতুন করে চিনিয়েছেন বসুন্ধরা কিংস স্ট্রাইকার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে জাতীয় দলে খেলা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি এখনও জাতীয় দলে জায়গা পাওয়ার খবর শুনিনি। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারবো না। তবে এটা আমার কাজ, মাঠে পারফর্ম করতে হবে। জাতীয় দলের কোচই বলতে পারবেন, তিনি কী খুঁজছেন। যদি আমি তার জন্য ঠিক থাকি, তিনি আমাকে বাছাই করতে পারবেন। যদি আমি ঠিক না থাকি তার জন্য, তাহলে অন্য অপশনের দিকে যাবেন।’

বাংলাদেশ দলে জায়গা হলে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন বলে জানালেন কিংসলে, ‘আমার পাসপোর্ট আছে। এজন্য বাংলাদেশ সরকারের কাছে আমি কৃতজ্ঞ। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাজ (ফিফার ছাড়পত্র), আমার কাজ জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করে রাখা। আমি পুরোপুরি প্রস্তুত সার্ভিস দেওয়ার জন্য। যখনই আমি জাতীয় দলে ডাক পাই না কেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবো।’

নিজের ফিটনেস নিয়েও সরাসরি কথা বলেছেন কিংসলে। ফিট দাবি করেই বলেছেন, ‘আজকের খেলাতে আমি চেষ্টা করেছি কোচের নির্দেশনা অনুযায়ী খেলতে। এটা সহজ কাজ ছিল না, যারা দ্রুত ফুটবল খেলে থাকে। যদি আমি ফিটই না হই তাহলে আজকে ম্যাচ খেললাম কী করে? ফিটনেস নিয়ে আমি সবসময় সচেতন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক