X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে শঙ্কায় প্রার্থী ও ভোটাররা 

আব্দুর রহমান, টেকনাফ
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৮

২০ সেপ্টেম্বরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে টেকনাফের চার ইউনিয়নের ৪২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যবেক্ষণ শেষে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়। এ হিসাবে টেকনাফে অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এতে করে ভোটার ও প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কায় রয়েছেন। এদিকে হামলা-সংঘর্ষ এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার মধ্য দিয়ে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাতে শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর সীমান্ত উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই চার ইউনিয়নে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলীয় বিদ্রোহী প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী থাকায় সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। এর মধ্যে টেকনাফ সদর ইউনিয়ন ও সাবরাং ইউনিয়নের অর্ধেকের বেশি কেন্দ্রে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। তবে ইতোমধ্য দলীয় বিদ্রোহী প্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।  

আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্যমতে, ইউপি নির্বাচন ঘিরে গত কয়েকদিন বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে পাঁচটির বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরমধ্যে একজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া নির্বা চনকে ঘিরে রোহিঙ্গা অস্ত্রধারীদের ব্যবহার করারও অভিযোগ তুলেছেন বেশ কযেকজন প্রার্থী। 

নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে হোয়াইক্যং ইউনিয়নের হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়, উনচিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, লম্বাবিল এমদাদিয়া মাদ্রাসা, দৈংগাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিমংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সাতঘরিয়া পাড়া, খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশখালীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্নীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলুচামরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জাদীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকনাফ সদর ইউনিয়নে হাবিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লম্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লম্বরী মলকাবানু প্রাথমিক বিদ্যালয়, লেগুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেষখালীয়া পাড়া বাহারুম উলুম দাখিল মাদ্রাসা, মোহাম্মদিয়া রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসা, বড় হাবিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরুনতলী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবরাং ইউনিয়নে আল হোসাইনিয়া এবতেদায়ি মাদ্রাসা, মুন্ডার ডেইল সরকারি প্রাথকি বিদ্যালয়, আলীর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি নবী উচ্চ বিদ্যালয় নোয়াপাড়া, শাহপরীর দ্বীপ মাঝারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপরীর দ্বীপ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপরীর দ্বীপ হাজি বশির আহমদ উচ্চ বিদ্যালয়।  

এদিকে প্রার্থীরাও ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সাবরাং ইউনিয়নের নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করতে পারে। এছাড়া অন্য মার্কায় ভোট দিলেও জয়ী ঘোষণা করা হবে নৌকার প্রার্থীকে এমন আশঙ্কা রয়েছে। কেননা দলীয় প্রার্থী এখন থেকেই হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। এলাকায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করতে কক্সবাজার জেলা থেকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষের লোকজন মাঠে নেমেছে। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভবনা রয়েছে। এ নিয়ে ভোটাররা রীতিমতো আতঙ্কে রয়েছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও শানিপূর্ণ নির্বাচন।

হ্নীলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী হোছাইন জানান, ‘আমার নির্বাচনি লাকায় নৌকার প্রার্থী প্রকাশ্যে যেভাবে হামলা ও হুমকি-ধমকি শুরু করেছে, এতে আমার সমর্থকরা ভোটকেন্দ্রে যেতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। এখানে পাঁচটি ভোটকেন্দ্র খুব বেশি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে দলীয়প্রার্থী প্রভাব খাটিয়ে ভোট ছিনিয়ে নেওয়ার পায়তারা করছে। ফলে আমি কর্তৃপক্ষে কাছে অনুরোধ করছি পর্যাপ্ত পুলিশ ও বিজিবি-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন যেন করা হয়।’

শেষ সময়ে প্রার্থীদের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন সমর্থকরা সাবরাং ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শরীফ বলেন, ‘একজন প্রার্থী এখন থেকেই ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো প্রয়োজন।’

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, উপজেলায় আগামী ২০ সেপ্টেম্বর চার ইউনিয়নে নির্বাচন হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। সেইসব কেন্দ্রে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান তিনি। 

ভোটকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, চার ইউনিয়নের সব ভোটকেন্দ্রই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত বিশ জন করে সদস্য থাকবেন। এছাড়া কেন্দ্রগুলো ঘিরে গোয়েন্দা নজরদারিও চলছে। যদি কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করে, তাদের কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। 

এদিকে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য টেকনাফ উপজেলার চার ইউনিয়নে নির্বাচনে ২৫ চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ৬৮, ও সদস্য প্রার্থী হিসেবে ৩৩৭ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চার ইউনিয়নে ৪২টি ভোটকেন্দ্রে ২৯৩টি ভোট কক্ষ রয়েছে। উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে মোট ভোটর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৬১৫জন। তার মধ্য নারী ৫৮ হাজার ৪৪০ ও ৫৯ হাজার ১৭৫ জন পুরুষ ভোটার রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে আপাতত সেন্টমার্টিন ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে বলে জানিয়েছে নির্বাচন অফিস।

 

/টিটি/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ