X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড যা করেছে কোনও দেশ এটা করতে পারে না: ইনজামাম

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫

ক্রিকেট দুনিয়ায় তোলপাড় তোলা খবর হয়ে সামনে আসে- নিউজিল্যান্ড দলের পাকিস্তান সফর বাতিল! তাও আবার ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট। কিউইরা নিরাপত্তা হুমকির কথা বললেও স্পষ্ট করেনি কী সেই হুমকি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে শুরু করে দেশটির সাবেক ক্রিকেটাররা তখন থেকেই হতাশা-ক্ষোভ ঝাড়ছেন নিউজিল্যান্ডের ওপর। সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকও আওয়াজ তুললেন পাকিস্তানের পক্ষে।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে। খেলা থাকলেও সকাল থেকে কোনও রকম কার্যক্রম ছিল না। খেলোয়াড়রাও ছিলেন হোটেলে। পরবর্তীতে ম্যাচ শুরুর আগমুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, নিরাপত্তা হুমকিতে তারা পুরো সফরই বাতিল করছে।

গোটা পাকিস্তান ক্রিকেটাঙ্গন নিউজিল্যান্ডের এই সিদ্ধান্ত মানতে পারেনি। বিশেষ করে কোনও আলোচনা না করে তাৎক্ষণিক সিদ্ধান্তে সফর বাতিল করার ঘটনায় ক্ষুব্ধ অনেকেই। তাদেরই একজন ইনজামাম। এই কিংবদন্তি ব্যাটসম্যানের মতে, নিউজিল্যান্ড যা করেছে, একটা দেশ কখনও আরেকটা দেশের সঙ্গে এমন করতে পারে না।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড যা করেছে, কোনও একটা দেশ অন্য একটা দেশের সঙ্গে এটা করতে পারে না। তারা আমাদের অতিথি এবং যদি কিছু ইস্যু থেকে থাকে, তাহলে সেটা পিসিবিকে বলতে হবে। নিউজিল্যান্ড দলকে সেরা নিরাপত্তা ব্যবস্থা দিয়েছে পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর হামলার ঘটনার পর আমরা দলগুলোকে সেই নিরাপত্তা দেই, যা কোনও সফররত প্রেসিডেন্টকে দেওয়া হয়।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘ দিন পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। ধীরে ধীরে যখন বড় দলগুলোও পাকিস্তান সফর করতে শুরু করেছে, ঠিক সেই সময়ই বড় ধাক্কা হয়ে এলো নিউজিল্যান্ড দলের সফর বাতিলের ঘটনায়।

ইনজামাম বলেছেন, ‘এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নিতে হবে আইসিসিকে। যদি নিউজিল্যান্ডের নিরাপত্তার কোনও ইস্যু থাকে, তাহলে তারা সেটা দেখাচ্ছে না কেন? পিসিবিকে না বলতে পারে, তারা তো আইসিসিকে দেখাতে পারে। এমনকি আমাদের প্রধানমন্ত্রী (ইমরান খান) কথা বলেছেন এবং তাদেরকে নিশ্চয়তা দিয়েছেন। পাকিস্তানের কাছে শঙ্কার জায়গাটা নিউজিল্যান্ড জানালে নিরাপত্তা সংস্থাগুলো অবশ্যই বিষয়টা দেখতো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী