X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নট ফর সেল ক্লাব: মধু পূর্ণিমায় উন্মুক্ত হচ্ছে ‘বুদ্ধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০

পৃথিবী বদলে দেওয়া মানুষ ও বিষয় নিয়ে ‘বই বিপ্লব’ সিরিজের প্রথম বই সিদ্ধার্থ গৌতম বুদ্ধের পূর্ণাঙ্গ জীবনী কালেক্টর’স এডিশন ‘বুদ্ধ’ গ্রাফিক গাইড আসছে মধু পূর্ণিমায়। ‘ক্রয় নয় অর্জন করুন’ এই স্লোগানে দেশে প্রথম বই প্রকাশ করছে পাঠকের সংগঠন ‘নট ফর সেল ক্লাব’। প্রথাগত প্রকাশনা সংস্থার মতো করে নয়, ব্যক্তিগত উদ্যোগে বই প্রকাশ করার এক ব্যতিক্রমি উদ্যোগ এটি।

নট ফর সেল ক্লাবের ব্যতিক্রমী ‘বই বিপ্লব’ সিরিজের প্রথম বই— কালেক্টার্স এডিশন ‘বুদ্ধ’ গ্রাফিক গাইড। সোমবার (২০ সেপ্টেম্বর) বইটির মোড়ক উন্মোচন করা হবে রাজধানীসহ দেশের ১১টি গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহারে। বৌদ্ধ বিহারের প্রধান ভান্তেরা (ধর্মগুরু) বইটির মোড়ক উন্মোচন করবেন বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে। গৌতম বুদ্ধের জীবন ও দর্শনকে শিক্ষার্থীসহ সকল পাঠকের কাছে সহজপাঠ্য হিসেবে উপস্থাপন করার এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১৯ সেপ্টেম্বর)  নট ফর সেল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশে প্রথম কোনও বইয়ের কালেক্টর'স এডিশন প্রকাশ করা হয় সংগ্রহের অংশীদার হিসেবে, বিক্রয়ের জন্য নয়। বই বিক্রি, সেল এই শব্দগুলো ব্যবহার করি না।  অর্জনের মনস্তত্ত্ব তৈরি হোক, পাঠকসহ সংশ্লিষ্টরা ধারণা পাক ক্রয়ের সঙ্গে প্রথাগত যে মনস্তত্ত্ব লেপ্টে রয়েছে, তা থেকে বেরিয়ে বইকে সেলিব্রেট করে নট ফর সেল ক্লাব।

আরও বলা হয়, বই বিপ্লব করা, বাংলাদেশের ও বাংলা ভাষাভাষী সকল পাঠককে একত্রিত করা। দেশের প্রকাশনা শিল্পের ও পাঠাভ্যাসের দৈনদশা থেকে নিজেদের বের করা, যেখানে পাঠক, প্রকাশক, লেখক, অনুবাদক ও সংশ্লিষ্ট সকলের জন্যই যেন একটা উইন-উইন সিচুয়েশন থাকে।

নট ফর সেল ক্লাবের পরবর্তী বই মক্কায় মুহাম্মদ (স.) কালেক্টর’স এডিশন ম্যাপ সংস্করণসহ উন্মুক্ত হবে শিগগিরই। প্রতিটি বই উন্মুক্ত করার ক্ষেত্রে বই উৎসব করা হবে জানায় সংগঠনটি।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রথাগত প্রকাশনা শিল্পের যে লোপহোলগুলো আছে, যে যে চক্রে পিষ্ট, সেই দুষ্টচক্রগুলোকে চিহ্নিত করে, সমাধানের এক অনন্য পথ নিয়ে এসেছে নট ফর সেল ক্লাব। প্রথমে একটি বইয়ের আন্তর্জাতিক মান বজায় রেখে কালেক্টর'স এডিশন তৈরি করে ক্লাব তার প্রায় এক হাজার সদস্যের মধ্যে বিতরণ করে। বইয়ের অর্থায়ন করা হয়ে থাকে সব সদস্যের সমান অংশীদারিত্বের ভিত্তিতে। পরবর্তীতে বইটির একটি সুলভ সংস্করণ ‘পেপারব্যাক’ এডিশান বের করে ক্লাব, যেটা প্রায় নির্মাণমূল্যে পাঠকের হাতে দেওয়া সম্ভব হয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) মধু পূর্ণিমায় বইটির মোড়ক করা হবে রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বুদ্ধ বিহার, বাসাবো ধর্মরাজিক বুদ্ধ বিহার ও মিরপুর ১৩ নম্বরে শাক্যমুনি বৌদ্ধ বিহারে।  এছাড়া কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার, জয়পুরহাটের জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার, চট্টগ্রামের বৌদ্ধবিহার নন্দনকানন, রাঙ্গামাটির রাজবন বিহার, রাজশাহী অঞ্চলের নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার, কক্সবাজারের রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, খাগড়াছড়ির ধর্মপুর আর্য বনবিহার, রাঙ্গামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বইটির মোড়ক উন্মোচন করা হবে এদিন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে