X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গরিবের ৮৪ বস্তা চাল সরানোর চেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৯

ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় অসহায়-গরিবদের জন্য বরাদ্দ হওয়া চাল পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। সরকারি বস্তা পাল্টে চাল নেওয়ার সময় স্থানীয়রা প্রশাসনকে জানালে পাচার ঠেকানো হয়। সোমবার(২০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, উপজেলার সোহাগী ইউনিয়নে চলতি মাসে প্রত্যেকের ৩০ কেজি করে ২৩৩ জন উপকার ভোগীর জন্য ভিজিডির চাল বরাদ্দ হয়। চাল বিতরণ শেষে ৮৪ বস্তা চাল ইউনিয়ন পরিষদের গুদামে থেকে যায়। সেই চালের বস্তা পাল্টে পাচারের প্রস্তুতি চলছে, সোমবার রাতে এমন সংবাদ যায় উপজেলা প্রশাসনের কাছে। খবর পেয়ে পুলিশ নিয়ে অভিযানে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল। 

পরে ঘটনাস্থলে গিয়ে ২১টি চালের বস্তার মুখ খোলা অবস্থায় পাওয়া যায়। তবে স্থানীয়দের অভিযোগ- আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চাল সরানোর সঙ্গে জড়িত ইউপি সদস্য মো. ফজলুল হক ও তার লোকজন পালিয়ে যায়। ওই অবস্থায় প্রশাসনের লোকজন ভিজিডির বরাদ্দের চালের গুদামটিতে তালা দিয়ে চাবি নিয়ে যান।
 
তবে সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিষয়টিকে চুরি বা পাচার বলতে চাইছেন না। তিনি বলেন, আতপ চাল হওয়ায় উপকারভোগীরা হয়তো চাল বিক্রি করে গেছেন। সেই চালগুলো সরানোর জন্য বস্তা খোলা হয়ে থাকতে পারে। মেম্বার ফজলুর লোকজন যেহেতু ছিল, সেহেতু এর সঙ্গে ফজলু জড়িত।

এ বিষয়ে জানতে ফজলুল হকের মোবাইলফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।  

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হবে। নির্দেশনা পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি