X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

করোনার টিকা বাসায় নিতে না দেওয়ায় টেকনোলজিস্টকে পিটিয়ে আহত

শরীয়তপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫

বাসায় নেওয়ার জন্য টিকা দিতে অস্বীকৃতি জানালে মেডিক্যাল টেকনোলজিস্টকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে স্টোর কিপারের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে মেডিক্যাল টেকনোলজিস্টের কক্ষে এ হামলার ঘটনা ঘটে।

আহত টেকনোলজিস্টের নাম মো. আমির হোসেন (৩৬)। তিনি সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামের মৃত নুর মোহাম্মদ মাদবরের ছেলে। অভিযুক্ত স্টোর কিপার সিয়াম জাহান কালু (৩১) চিতলীয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মোদাচ্ছের মোল্লার ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে আসা টিকাগ্রহণকারী আলী আকবর বলেন, ‘আমিরের কাছ থেকে টিকা বাড়িতে নিতে এসেছিলেন কালু। তখন টিকা না দিতে চাইলে তখন কালু আমাদের বের করে দিয়ে তার মাথায় চেয়ার দিয়ে আঘাত করেন।’

আহত আমির হোসেন বলেন, ‘কালু আজ দুপুরে হঠাৎ আমার অফিস কক্ষে আসে। তখন করোনাভাইরাসের টিকা বাসায় নিয়ে যাবে বলে টিকা চায়। আমি না দিলে চেয়ার দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, এলোপাতাড়ি পেটানোর ফলে আমিরের মাথা ফেটে রক্ত পড়া শুরু হয়। তখন ফ্লোরে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত স্টোর কিপার সিয়াম জাহান কালুর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলবিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘আমি হাসপাতালে আমিরকে দেখতে গিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…