X
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ৩ কার্তিক ১৪২৮

সেকশনস

খালি হচ্ছে বরিশালের করোনা ওয়ার্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৬

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক্সটেনশন ভবনের ৩০০ শয্যার করোনায় ওয়ার্ড খালি হওয়ার পথে। যেখানে প্রতিদিন ৩০০-৩৫০ রোগী চিকিৎসা নিতেন সেখানে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন ৩৬ জন। রোগীর ভর্তি কমার সঙ্গে সঙ্গে কমেছে শনাক্ত ও মৃতুর হার।

১৮ ও ১৯ সেপ্টেম্বর মৃত্যু ছিল শূন্যের কোটায়। সাত দিনের ব্যবধানে করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে আট জনের। ওই সময়ে পিসিআর ল্যাবে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি ৩৬ রোগী। যার মধ্যে ২০ জন করোনা পজিটিভ। করোনায় মৃত্যু হয়েছে একজনের। সুস্থ হয়েছেন চার জন। মেডিক্যালের পিসিআর ল্যাবে ১৯২ নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৭ দশমিক ২৯ শতাংশ।

২০ সেপ্টেম্বর করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। ওই দিন ভর্তি ছিলেন ৩৬ জন। যার মধ্যে ২১ জন ছিলেন করোনা পজিটিভ। ওই দিন ১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৫ দশমিক ৩৯ শতাংশ।

১৯ সেপ্টেম্বর কারও মৃত্যু হয়নি। সুস্থ হয়েছেন ১১ জন। ওই দিন পিসিআর ল্যাবে ৯০ নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১ দশমিক ১১ শতাংশ।

১৮ সেপ্টেম্বর করোনা ওয়ার্ডে কেউ মারা যায়নি। সুস্থ হয়েছেন দুই জন। একই দিন ১৭১ নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১২ দশমিক ৮৬ শতাংশ।

১৭ সেপ্টেম্বর করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। ওই দিন ছাড়পত্র নিয়েছেন একজন। ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৫৮ শতাংশ।

১৬ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩৭ জন। এর মধ্যে ২১ জন ছিলেন করোনা পজিটিভ। ওই দিন সুস্থ হয়েছেন পাঁচ জন। একই দিন ১৩০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা ধরা পড়ে। শনাক্তের হার ছিল ৭ দশমিক ৬৯ শতাংশ।

১৫ সেপ্টেম্বরও ৩৭ রোগী ভর্তি ছিলেন। ওই দিন মারা গেছেন দুই জন। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। একই দিন সুস্থ হয়েছেন পাঁচ জন। ১৩৪ নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯৫ শতাংশ।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, তিন কারণে করোনা রোগী শনাক্ত ও মৃত্যু কমেছে। তা হলো যথাসময়ে লকডাউন বাস্তবায়ন, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় মাস্ক ব্যবহার এবং টিকা গ্রহণ। তবে সবাইকে আরও সচেতন হতে হবে।

এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন সাত হাজার ১৭৩ জন। যার মধ্যে দুই হাজার ৩২৬ জন ছিলেন করোনা পজিটিভ। এই সময়ের মধ্যে ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৭৬০ জন। যাদের মধ্যে এক হাজার ৮৮৯ জন করোনা পজিটিভ ছিলেন। একই সময়ে মারা গেছেন এক হাজার ৩৭৭ জন। যার মধ্যে ৪২২ জন ছিলেন করোনা পজিটিভ।

করোনা ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন আলতাফ হোসেন বলেন, রোগী কম থাকায় সব ধরনের সুযোগ-সুবিধা বলার আগেই পাচ্ছি। অক্সিজেন থেকে শুরু করে ওষুধও দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। যা না দেয় তা বাইর থেকে কিনতে হয়। আমার ইচ্ছা আছে, রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত ওয়ার্ড ছেড়ে যাবো না।

 

/এএম/

সম্পর্কিত

প্রণোদনা পেতে শের-ই-বাংলা মেডিক্যালের নার্সদের বিক্ষোভ

প্রণোদনা পেতে শের-ই-বাংলা মেডিক্যালের নার্সদের বিক্ষোভ

টানা বৃষ্টিতে ডুবেছে বরিশাল নগরী

টানা বৃষ্টিতে ডুবেছে বরিশাল নগরী

জেলেদের হামলায় মেঘনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্য

জেলেদের হামলায় মেঘনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্য

ড্রেনে কাগজের বক্সে মিললো নবজাতকের লাশ

ড্রেনে কাগজের বক্সে মিললো নবজাতকের লাশ

পীরগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিত: স্পিকার

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৫৫

রংপুরের পীরগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হামলাকারীদের অনেকেই ছিল বহিরাগত। তারা পেট্রোল সঙ্গে করে নিয়ে এসেছিল।’

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা মাঝিপাড়া গ্রামে সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় বটের হাট মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, স্থানীয় ও ক্ষতিগ্রস্ত মানুষ জানিয়েছেন, হামলার সময় অনেক বহিরাগত লোক ছিল। যাদের চেহারা এলাকার লোকজন চিনতে পারেননি। বহিরাগতদের অনেকের কাছে পেট্রোল ছিল। অবশ্যই এটা পূর্বপরিকল্পিত ঘটনা। তা নাহলে এ ধরনের নারকীয় তাণ্ডব ঘটার কথা নয়। পীরগঞ্জের মানুষ শান্তিপ্রিয় এ ধরনের ঘটনা কখনও হয়নি।’

তিনি বলেন, ‘এবার পূজাতেও পীরগঞ্জের ৯৮টি স্থানে অত্যন্ত উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। সেখানে সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত, উপজেলা প্রশাসন ও দলের সহায়তা ছিল।’

শিরীন শারমিন বলেন, ‘পূজার সময়ে কোনও অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। কিন্তু পূজা শেষে হঠাৎ এ ধরনের নাশকতামূলক ঘটনা কীভাবে ঘটলো, এটার গোড়ায় আমাদের যেতে হবে। সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে হোতাদের গোড়া বের করা সম্ভব হবে।’ তিনি এ ধরনের ন্যক্কারজনক তাণ্ডবের তীব্র নিন্দা জানান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা হয়েছে। চাল, ডাল একটি করে শাড়িসহ কম্বল বিতরণ ও তাদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরবাড়ি নির্মাণ, অর্থ প্রদান, ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা করতে সহযোগিতা ও মন্দির নির্মাণ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী পীরগঞ্জের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।’

এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

/এফআর/

সম্পর্কিত

দলীয় নির্দেশনা উপেক্ষা করে হিলিতে প্রার্থী হচ্ছেন বিএনপি নেতারা

দলীয় নির্দেশনা উপেক্ষা করে হিলিতে প্রার্থী হচ্ছেন বিএনপি নেতারা

পেঁয়াজের ক্রেতা সংকট, আরেক দফা কমেছে দাম

পেঁয়াজের ক্রেতা সংকট, আরেক দফা কমেছে দাম

হামলা-তাণ্ডব ঠেকাতে পারলাম না কেন, প্রশ্ন ইনুর

হামলা-তাণ্ডব ঠেকাতে পারলাম না কেন, প্রশ্ন ইনুর

মন্দির পরিদর্শনে কু‌ড়িগ্রা‌মে ভারতীয় সহকারী হাইকমিশনার 

মন্দির পরিদর্শনে কু‌ড়িগ্রা‌মে ভারতীয় সহকারী হাইকমিশনার 

কোটি টাকা আত্মসাৎ, হাসপাতালের সাবেক হিসাবরক্ষকের বিরুদ্ধে পরোয়ানা

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৩৮

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক হিসাবরক্ষক এসএম গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অর্থ আত্মসাতের মামলায় মঙ্গলবার (১৯ অক্টোবর) খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার আইনজীবী খন্দকার মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতার করতে না পারলে বাড়ির মালামাল ক্রোকের নির্দেশও দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সিভিল সার্জন অফিস ও হাসপাতালে দায়িত্বে থাকাকালে এসএম গোলাম সরকারি অর্থ আত্মসাৎ করেন। দুদক তার বিরুদ্ধে এক কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের।

/এএম/

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, ডিজিটাল নিরাপত্তা আইনে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, ডিজিটাল নিরাপত্তা আইনে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

ফেসবুক পোস্ট শেয়ার করে কারাগারে সাংবাদিক

ফেসবুক পোস্ট শেয়ার করে কারাগারে সাংবাদিক

নিখোঁজের ৮ দিন পর ধানক্ষেতে মিললো ইজিবাইক চালকের লাশ

নিখোঁজের ৮ দিন পর ধানক্ষেতে মিললো ইজিবাইক চালকের লাশ

যশোর বোর্ডের আড়াই কোটি টাকার সর্বশেষ গন্তব্য খুঁজছে দুদক

যশোর বোর্ডের আড়াই কোটি টাকার সর্বশেষ গন্তব্য খুঁজছে দুদক

ইউপি নির্বাচন

দলীয় নির্দেশনা উপেক্ষা করে হিলিতে প্রার্থী হচ্ছেন বিএনপি নেতারা

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৩৩
video

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিএনপি। তবে দিনাজপুরের হিলিতে আসন্ন দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া চেয়ারম্যান পদে প্রার্থী হতে জামায়াতের এক নেতাও মনোনয়ন জমা দিয়েছেন। সদস্য পদেও মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির অনেকে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল মালেক; তিনি ওই ইউনিয়নের বিএনপির সদস্য। বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মেফতাহুল জান্নাত; তিনিও জাতীয়তাবাদী দলটির সদস্য। এছাড়া আলিহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই ইউনিয়নেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের আমিনুল ইসলাম। তিনি এর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

বোয়ালদাড় ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী মেফতাহুল জান্নাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়ানো যাবে না- এমন কোনও নির্দেশনা আমি পাইনি। তবে আমি বর্তমান চেয়ারম্যান এবং এবারের নির্বাচনেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি দলীয়ভাবে কোনও নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং তাদের কোনও সমর্থন নেই।’

মনোনয়ন জমাদানকারী আব্দুল মালেক বলেন, ‘দলীয় সিদ্ধান্ত কী এটা আমি বলতে পারবো না। তবে আমি নির্বাচন করতেছি এটা আমি জানি। এই নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোননয়নপত্র জমা দিয়েছি ও আমি নির্বাচন করবো। আমি তো দলীয়ভাবে নির্বাচন করছি না।’

আলিহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোননয়নপত্র জমাদানকারী মাসুদ রানা বলেন, ‘দলীয়ভাবে নির্বাচনে যাওয়ার কোনও সিদ্ধান্ত নেই, যা কেন্দ্র থেকে জানানো হয়েছে। তবে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে না- এমন নির্দেশনা দলীয়ভাবে এখনও পাইনি।’

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশগ্রহণ করবে না। তাই এই নির্বাচনে আমাদের দলীয় কোনও প্রতীক নেই। কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।’

হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ বলেন, ‘উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১১৭ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ২৭টি কেন্দ্রে তিন ইউনিয়নে ভোট হবে।’

/এফআর/

সম্পর্কিত

পেঁয়াজের ক্রেতা সংকট, আরেক দফা কমেছে দাম

পেঁয়াজের ক্রেতা সংকট, আরেক দফা কমেছে দাম

হামলা-তাণ্ডব ঠেকাতে পারলাম না কেন, প্রশ্ন ইনুর

হামলা-তাণ্ডব ঠেকাতে পারলাম না কেন, প্রশ্ন ইনুর

মন্দির পরিদর্শনে কু‌ড়িগ্রা‌মে ভারতীয় সহকারী হাইকমিশনার 

মন্দির পরিদর্শনে কু‌ড়িগ্রা‌মে ভারতীয় সহকারী হাইকমিশনার 

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, ডিজিটাল নিরাপত্তা আইনে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৩৫

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে ইসমাইল হোসেন (২১) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। ইসমাইল হোসেন লড়ারকুল গ্রামের মোস্তফা মৃধার ছেলে। তিনি লড়ারহাট খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেলিম মহলদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে একটি ফেসবুক পেজে পোস্ট দেন ইসমাইল হোসেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জাকির হাজরা নামে এক ব্যক্তি পুলিশে খবর দেন। পরে তাকে গ্রেফতার করা হয়। 

ইসমাইলের বিরুদ্ধে ফেসবুকে ছবি বিকৃত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে কচুয়া থানায় মামলা করেছেন জাকির হাজরা। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ইসমাইলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই সেলিম মহলদার।

/এসএইচ/

সম্পর্কিত

কোটি টাকা আত্মসাৎ, হাসপাতালের সাবেক হিসাবরক্ষকের বিরুদ্ধে পরোয়ানা

কোটি টাকা আত্মসাৎ, হাসপাতালের সাবেক হিসাবরক্ষকের বিরুদ্ধে পরোয়ানা

ফেসবুক পোস্ট শেয়ার করে কারাগারে সাংবাদিক

ফেসবুক পোস্ট শেয়ার করে কারাগারে সাংবাদিক

নিখোঁজের ৮ দিন পর ধানক্ষেতে মিললো ইজিবাইক চালকের লাশ

নিখোঁজের ৮ দিন পর ধানক্ষেতে মিললো ইজিবাইক চালকের লাশ

টান দিলেই উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:০৮

টাঙ্গাইলের সখীপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে একটি সড়ক পাকা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার ১০ দিনের মাথায় উঠে যাচ্ছে কার্পেটিং। এমন দায়সারা কাজ করায় এলাকাবাসী ক্ষুব্ধ। ঘটনাটি ঘটেছে উপজেলার বানিয়ারসিট বাজার-দেবরাজ সড়কে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে আইআরআইডিপি প্রকল্পের আওতায় প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার বানিয়ারসিট বাজার থেকে দেবরাজ সড়কের এক কিলোমিটার কাঁচা সড়ক পাকা করার কাজ পায় প্রাইম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পাকাকরণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে। 

বিটুমিন ছাড়া সড়ক পাকা করায় হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এখনও প্রায় ৫০ মিটার সড়ক পাকাকরণের বাকি রয়েছে। নির্মাণের সময় স্থানীয়রা বাধা দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বিভিন্নভাবে হুমকি দেয়। পরে স্থানীয়দের কার্পেটিং উঠানোর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এরই মধ্যে কাজ সমাপ্ত ঘোষণা করেন ঠিকাদার।

নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক পাকা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের

কালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মন্ডল বলেন, ‘১০ দিন আগে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করেছে। পাকাকরণের কাজটি অত্যন্ত নিম্নমানের। এজন্য হাত দিয়ে টান দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে। নিম্নমানের কাজ করে ঠিকাদার উন্নয়ন বাধাগ্রস্ত করেছেন। এই ঠিকাদারকে দিয়ে আর কোথাও যেন কাজ করা না হয়।’  

স্থানীয় বাসিন্দা আবু হানিফ বলেন, ‘এক কিলোমিটার সড়কের ৫০ মিটার রেখেই কাজটি শেষ করা হয়েছে। এখন কার্পেটিং উঠে যাচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজটি করা হয়েছে। কাজের সময় অনেকে বাধা দিলেও ঠিকাদার শোনেননি। আমরা সড়কটি পুনরায় সংস্কারের দাবি জানাই।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, ‘নিম্নমানের সামগ্রী দিয়ে কাজটি করা হয়নি। কার্পেটিংয়ের কাজ করার পর শক্ত হতে কিছু সময় লাগে। কয়েকজন লোক বিভিন্ন জায়গায় কাঠ দিয়ে নতুন সড়কের কার্পেটিং উঠিয়ে ফেলেছেন। ২০১৭-১৮ অর্থবছরে কাজটি নেওয়া হয়েছিল। কিন্তু আমি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় কাজটি শুরু করতে সময় লেগেছে। সম্প্রতি কাজটি শেষ করেছি। যেসব জায়গায় সমস্যা হয়েছে, সেসব জায়গায় ঠিক করে দেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, বিটুমিন ছাড়া সড়ক পাকা করায় হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং

উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী এসএম হাসান ইবনে মিজান বলেন, ‘নিম্নমাণের কাজের বিষয়টি স্থানীয়রা আমাদের জানাতে পারতেন। কিন্তু তারা ধারালো কিছু দিয়ে কার্পেটিং উঠিয়ে ফেলেছেন। এটি তারা ঠিক করেননি। সড়কের কাজ নিম্নমানের হয়নি। নিম্নমানের অভিযোগ শোনার পরপরই কর্তৃপক্ষ পাথর ও বিটুমিনসহ অন্যান্য জিনিস পাঠিয়েছেন। যেসব জায়গায় সমস্যা আছে, সেসব জায়গায় নতুন করে কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে আইআরআইডিপি প্রকল্পে কাজটি করা হয়েছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/

সম্পর্কিত

খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা ৩৫ লাখ টনে উন্নীত হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা ৩৫ লাখ টনে উন্নীত হবে: খাদ্যমন্ত্রী

তরুণীর ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

তরুণীর ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বেড়েছে অন্তঃসত্ত্বা রোগীর চাপ, চিকিৎসক সংকটে ভোগান্তি 

বেড়েছে অন্তঃসত্ত্বা রোগীর চাপ, চিকিৎসক সংকটে ভোগান্তি 

আশুলিয়ায় ছেলের হাতে বাবা খুন

আশুলিয়ায় ছেলের হাতে বাবা খুন

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

প্রণোদনা পেতে শের-ই-বাংলা মেডিক্যালের নার্সদের বিক্ষোভ

প্রণোদনা পেতে শের-ই-বাংলা মেডিক্যালের নার্সদের বিক্ষোভ

টানা বৃষ্টিতে ডুবেছে বরিশাল নগরী

টানা বৃষ্টিতে ডুবেছে বরিশাল নগরী

জেলেদের হামলায় মেঘনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্য

জেলেদের হামলায় মেঘনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্য

ড্রেনে কাগজের বক্সে মিললো নবজাতকের লাশ

ড্রেনে কাগজের বক্সে মিললো নবজাতকের লাশ

চায়ের দোকান থেকে মুহূর্তে ছড়িয়ে পড়লো আগুন

চায়ের দোকান থেকে মুহূর্তে ছড়িয়ে পড়লো আগুন

সুলভ মূল্যের পণ্য বাজারে, ডিলারের ৩ মাস কারাদণ্ড

সুলভ মূল্যের পণ্য বাজারে, ডিলারের ৩ মাস কারাদণ্ড

মারামারি করলেন ইউপি চেয়ারম্যান ও তহশিলদার

মারামারি করলেন ইউপি চেয়ারম্যান ও তহশিলদার

গৃহবধূর চোখমুখ বেঁধে ধর্ষণের পর গায়ে ছেঁকা দেওয়ার অভিযোগ

গৃহবধূর চোখমুখ বেঁধে ধর্ষণের পর গায়ে ছেঁকা দেওয়ার অভিযোগ

কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে, তরুণীর বিরুদ্ধে মামলা

কলেজছাত্রকে অপহরণ করে বিয়ে, তরুণীর বিরুদ্ধে মামলা

পায়রায় তিন নম্বর সতর্কতা সংকেত

পায়রায় তিন নম্বর সতর্কতা সংকেত

সর্বশেষ

পীরগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিত: স্পিকার

পীরগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিত: স্পিকার

চলতি মাসের ১৮ দিনে সাড়ে ৩ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে

চলতি মাসের ১৮ দিনে সাড়ে ৩ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে

এবার শার্লিনের বিরুদ্ধেই মামলা ঠুকছেন রাজ-শিল্পা

এবার শার্লিনের বিরুদ্ধেই মামলা ঠুকছেন রাজ-শিল্পা

পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার-ঢেউটিন-নগদ টাকা বরাদ্দ

পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার-ঢেউটিন-নগদ টাকা বরাদ্দ

নামিয়ে ফেলতে বলা হয়েছে সমুদ্রবন্দরের  সতর্কতা সংকেত

নামিয়ে ফেলতে বলা হয়েছে সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত

© 2021 Bangla Tribune