X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীরা, মশাল মিছিলের ডাক

জাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩

৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমরা এই প্রশাসনকে দেখেছি নিজেদের স্বার্থে সিন্ডিকেট ডেকে দুই ঘণ্টার মধ্যে হল বন্ধের সিদ্ধান্ত নিতে। এখন অনেক বিশ্ববিদ্যালয় যখন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তখন আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা নিয়ে গড়িমসি করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান।

এসময় রিহান বলেন, ‘উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন ১৫ অক্টোবরের পর যেকোনও দিন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। আমরা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সচল করার অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেও আরও এক মাস কালক্ষেপনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য মরার ওপর খাড়ার ঘায়ের মতো। শিক্ষার্থীরা এই অন্যায় সিদ্ধান্ত মানবে না। আমরা চাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া হোক, আমরা ক্লাসে ফিরতে চাই, আমরা নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরতে চাই। 

সংবাদ সম্মেলন শেষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মিনার থেকে মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি ও সাংগঠনিক সম্পাদক তাসবিবুল গণি নিলয় এবং বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহবায়ক শোভন রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদসহ প্রমুখ ছাত্রনেতারা।

 

/টিটি/
সম্পর্কিত
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
এবার শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে জাবি শিক্ষার্থীর যৌন হয়রানির পোস্ট
তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে অবন্তিকার মা‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে আন্তরিক হলে হয়তো মেয়েকে হারাতে হতো না’
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়