X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পরিবহন ফি নিয়ে বিভ্রান্তি, ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নীতি নির্ধারণী পর্যায় থেকে গণমাধ্যমে বারবার পরিবহন ফি মওকুফের কথা জানানো হলেও তা কাগজে-কলমে বাস্তবায়ন হচ্ছে না। ফলে আগের ফি দিয়েই নতুন সেমিস্টারে ভর্তি হতে হচ্ছে শিক্ষার্থীদের। 

এদিকে বেশকিছু শিক্ষার্থী গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফি মওকুফের সিদ্ধান্তের কথা শুনে পরিবহন ফি ছাড়া বাকি টাকা জমা দিয়েছেন। কিন্তু বিভাগ তাদের ভর্তি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিভাগগুলো বলছে, ফি মওকুফের আনুষ্ঠানিক নোটিশ পাওয়া যায়নি। তাই পূর্ব নির্ধারিত ফি না দিলে শিক্ষার্থীদের কাগজ প্রশাসনিক ভবনে পাঠানো সম্ভব নয়।

গত ৫ জুলাই ও ১৩ সেপ্টেম্বর দুই বার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবহন ফি মওকুফের সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে গত ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ কমিটির সভায় পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হলেও, পরবর্তীতে সিন্ডিকেট বৈঠক অনুষ্ঠিত না হওয়ায় তা চূড়ান্ত অনুমোদন পায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা চলছে। তোড়জোড় চলছে তৃতীয় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষারও। এতে দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত কাজ শেষ করার হিড়িক পড়েছে। কিন্তু পরীক্ষার আগে ভর্তি হতে গিয়ে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এক হাজার টাকা বেশি দিয়ে ভর্তি হতে হয়েছে। 

ওই বিভাগের শিক্ষার্থী আফরোজা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পরিবহন ফি দিয়ে ভর্তি হওয়ার বিষয়টা অযৌক্তিক। যদিও শুনেছি, বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা দাফতরিকভাবে বাস্তবায়ন না হওয়ায় আমাদের বেশি টাকা গুণতে হলো।

ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস জাহান বলেন, ফি মওকুফের ব্যাপারে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই আমরা আগেই টাকা কমাতে পারি না। নোটিশের মাধ্যমে জানালে আমরা নিশ্চিত হতে পারবো।

কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্যই আমরা ফি কমিয়েছি। তবে অর্থ কমিটিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সিন্ডিকেটে উঠবে। আমরা দ্রুতই বৈঠক করবো।

/এসএইচ/
সম্পর্কিত
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা