X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুই ম্যাচে ৬ গোল হজম, বাদ পড়ার শঙ্কায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:০৪

কিছুই ভালো যাচ্ছে না বার্সেলোনার। এই তো দিন দুয়েক আগে লেভান্তেকে হারিয়ে স্বস্তির হাওয়া বইয়েছিল। কিন্তু আবারও বিষাদে ছেয়ে গেছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে হেরে ফিরেছে তারা। ইউরোপিয়ান প্র্র্রতিযোগিতার প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছেও একই ব্যবধানে হেরেছিল ন্যু ক্যাম্পে। অর্থাৎ, দুই ম্যাচে বার্সেলোনা হজম করেছে ৬ গোল, বিপরীতে কোনও লক্ষ্যভেদ নেই। পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার চোখ রাঙানি!

বেনফিকার এস্তাদিও দা লুজে নামার আগেই হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিল সের্হিয়ো বুশকেটসরা। কারণ এই মাঠেই ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা বায়ার্নের কাছে। এবার হারের ব্যবধান অতটা না হলেও বেনফিকার কাছে ৩-০ গোলে হারের লজ্জা কোনও অংশে কম নয়।

লা লিগায় ভালো সময় যাচ্ছে না। লিওনেল মেসি চলে যাওয়ার পর নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে তো অবস্থা আরও খারাপ। দুই ম্যাচ কেটে গেছে, অথচ একবারও বল জড়াতে পারেনি প্রতিপক্ষের জালে। উল্টো নিজেরা হজম করেছে ৬ গোল। ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে বায়ার্নের সামনে দাঁড়াতেই পারেনি কাতালানরা। ঘরের মাঠেই বিধ্বস্ত হয় ৩-০ গোলে।

ওই ধাক্কা কাটিয়ে উঠবে কী, উল্টো ক্ষত আরও গভীর হলো বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলের হারে। একাদশ নির্বাচন কিংবা খেলার ধাঁচ- রোনাল্ড কোম্যানের ট্যাকটিকস নিয়ে চলছে কঠিন সমালোচনা। কোচ বদলের যে গুঞ্জন বাতাসে উড়ছে, বেনফিকার কাছে বাজেভবে হারের পর তার আরও ডালপালা গজিয়েছে।

বিশেষ করে, বার্সেলোনার মতো দলের কিনা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জন্মেছে। এখনই এটা নিয়ে বলার সময় আসেনি। তবে পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে ভীষণ খারাপ অবস্থায় বার্সেলোনা। ‘ই’ গ্রুপের একমাত্র দল হিসেবে কোনও পয়েন্ট নেই তাদের নামের পাশে। দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্টের ঘর শূন্য। তাই চার দলের গ্রুপে সবার শেষে কাতালানরা। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেনফিকা। আর ডিনামো কিয়েভ ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

/কেআর/
সম্পর্কিত
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
এটা লজ্জাজনক লা লিগার গোললাইন প্রযুক্তি নেই: জাভি 
‘আহত’ বার্সাকে আরও কোণঠাসা করার লক্ষ্যে নামছে রিয়াল
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ