X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

খেলার মাঠ রক্ষার দাবিতে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জবি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪

পুরান ঢাকার গেন্ডারিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) খেলার মাঠ রক্ষার দাবিতে সদরঘাটগামী সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে জনসন রোড অবরোধ করেন। এ সময় যানজটের সৃষ্টি হয় সিএমএমকোর্ট ও সদরঘাট এলাকায়। এক ঘণ্টা পর পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল দলের সদস্য আন্তাজ হেনা আঁখি বলেন, মাঠ আমাদের। প্রকল্পের নামে আমাদের মাঠ ছিনিয়ে নেওয়া চলবে না। সরকারের কাছে অনুরোধ, আমাদের মাঠ ফিরিয়ে দেওয়া হোক। আজ আমরা পুলিশের অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে আমাদের মাঠ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল দলের সদস্য আসাদুজ্জামান রাজু বলেন, মাঠ বিশ্ববিদ্যালয়ের নামে না লিখে দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সবার সঙ্গে আলোচনা করে বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে সিটি করপোরেশনের কাজ বন্ধ করার দাবিতে শিক্ষার্থীর সড়ক অবরোধ করেছে। থানা থেকে যোগাযোগ করা হয়েছিল আমাদের সঙ্গে। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমানকে ফোন দিলে মিটিংয়ে আছেন বলে ফোন রেখে দেন।

১৯৮২ সাল থেকে মাঠটি ব্যবহার করছে জবি। বিশ্ববিদ্যালয় ছাড়াও তিন ভাগে বিভক্ত মাঠের অপর দুই অংশের একটি ইস্ট অ্যান্ড ক্লাব ও অপরটি স্থানীয়দের জন্য উন্মুক্ত ছিল। একমাত্র খেলার মাঠ বেহাত হওয়ায় ক্ষুব্ধ জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। এই মাঠেই ২০২০ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ধূপখোলা মাঠের মেগা প্রজেক্টের মধ্যে রয়েছে বহুতল মার্কেট, খেলার মাঠ, হাঁটার ব্যবস্থা, ক্যাফেটেরিয়া ও পার্কিংয়ের স্থান।

/এএম/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
জবিতে পরীক্ষা বন্ধ, ক্লাস অনলাইনে
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী