X
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

পোশাক রফতানি বেড়েছে ৪১ দশমিক ৬৬ শতাংশ

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৭:১০

করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে দেশের তৈরি পোশাক খাত। আগের চেয়ে বেড়েছে ক্রয় আদেশ। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববাজারে রফতানি বেড়েছে ১০০ কোটি ডলার। শতাংশের হিসাবে যা ৪১ দশমিক ৬৬।

সোমবার (৪ অক্টোবর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্যমতে, আগস্টে মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ। আগের মাস জুলাইতে তৈরি পোশাক রফতানিতে ছিল নেগেটিভ প্রবৃদ্ধি- মাইনাস ১১ শতাংশ।

ইপিবির তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে বিদেশের বাজারে দেশীয় পোশাক রফতানি হয়েছে ৩৪১ কোটি ৮৮ লাখ ইউএস ডলার। যা এর আগের বছর অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বরে ছিল ২৪১ কোটি ৩৪ লাখ ইউএস ডলার। সেই হিসেবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এই বছরের সেপ্টেম্বরে ১০০ কোটিস ডলার রফতানি আয় বেড়েছে পোশাক খাতে।

ইপিবির হিসেবে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর— এই তিন মাসে ৯০৫ কোটি ৯৪ লাখ ডলারের তৈরি পোশাক পণ্য রফতানি করেছে বাংলাদেশ। এর মধ্যে নিটওয়্যার পণ্য রফতানি করেছে ৫১৬ কোটি ৪১ লাখ ডলার। প্রবৃদ্ধি প্রায় ১৬ শতাংশ। ওভেন পণ্য রফতানি হয়েছে ৩৮৯ কোটি ৫২ লাখ ডলারের। এই খাতে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩৫ শতাংশ।

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গত বছর মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তৈরি-পোশাক খাত। এখন ক্ষত কাটিয়ে পুনরুদ্ধারের চেষ্টা চলছে। বিশ্বে ব্যবসা-বাণিজ্য সচল হয়েছে, পোশাকের চাহিদা বাড়ায় নতুন অর্ডারও আসছে। এ কারণে রফতানি আয় বেড়েছে। আগামীতে রফতানির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে— এমন প্রত্যাশা তার।

তিনি আরও উল্লেখ করেন, এবার ৩৫ দশমিক ১০ বিলিয়ন ডলারের পোশাক রফতানির লক্ষ্য ঠিক করা হচ্ছে। আশা করছি এ লক্ষ্য পূরণ করতে পারবো।

ইপিবির তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৯ মাসের মধ্যে পোশাক রফতানিতে সবচেয়ে বেশি আয় হয়েছে। এর আগে গত জুনে ২৮৯ কোটি ৪৮ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছিল। পরের মাসে হয়েছিল ২৮৮ কোটি ৭২ লাখ ডলার ও আগস্টে হয়েছিল ২৭৫ কোটি ৩৫ লাখ ডলার।

ইপিবির তথ্য বলছে, সেপ্টেম্বরে সার্বিকভাবে ৪১৬ কোটি ৫৫ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ বেশি। গত বছর সেপ্টেম্বরে সার্বিকভাবে ৩০১ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। 

ইপিবির তথ্য আরও বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে এক হাজার ১০২ কোটি ২০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৩৭ শতাংশ এবং রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৬৫ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের সেপ্টেম্বর শেষে কৃষিপণ্য রফতানিতে আয় আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেড়ে ৩৪ কোটি ৪৫ লাখ ডলার হয়েছে। প্লাস্টিক পণ্য রফতানির আয় বেড়েছে ১৭ দশমিক ৫ শতাংশ। তিন মাসে এ খাতে আয় হয়েছে ৩ কোটি ৭ লাখ ডলার। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতেও প্রবৃদ্ধি হয়েছে। এ সময় এ খাত থেকে রফতানি আয় এসেছে ২৭ কোটি ১৩ লাখ ডলারের। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

তবে এ সময়ে পাট ও পাটজাত পণ্য রফতানি কমেছে। সেপ্টেম্বর শেষে এ ধরনের পণ্য রফতানি করে বাংলাদেশ আয় করেছে ২১ কো‌টি ২৩ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭ দশমিক ৬৭ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে ৩০ দশমিক ৯৭ শতাংশ কম।

২০২০-২১ অর্থবছরে পণ্য রফতানি করে ৩ হাজার ৮৭৬ কোটি ডলার আয় করেছিল বাংলাদেশ। চলতি অর্থবছরের জন্য ৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

/জিএম/এফএ/

সম্পর্কিত

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান

অর্থনীতিতে শিল্পখাতের অবদান জোরদার হচ্ছে: শিল্প প্রতিমন্ত্রী

অর্থনীতিতে শিল্পখাতের অবদান জোরদার হচ্ছে: শিল্প প্রতিমন্ত্রী

বিদ্যমান জটিলতা কাটলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বিদ্যমান জটিলতা কাটলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী

লালবাগের এক প্রতিষ্ঠানের ২৭৫ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ

লালবাগের এক প্রতিষ্ঠানের ২৭৫ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ

সম্পর্কিত

ডা. মুরাদ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন, জানালেন সভাপতি-সম্পাদক

ডা. মুরাদ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন, জানালেন সভাপতি-সম্পাদক

তিন বছরেও শেষ হয়নি মুজিব কিল্লার কাজ, বাড়ছে মেয়াদ

তিন বছরেও শেষ হয়নি মুজিব কিল্লার কাজ, বাড়ছে মেয়াদ

মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন দেয়নি ইউজিসি

মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন দেয়নি ইউজিসি

বাংলাদেশকে পাঁচ লাখ ৫৯ হাজার ডোজ ভ্যাকসিন দিচ্ছে মালয়েশিয়া

বাংলাদেশকে পাঁচ লাখ ৫৯ হাজার ডোজ ভ্যাকসিন দিচ্ছে মালয়েশিয়া

‘এসডিজি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে নারী উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে ব্র্যাক’

‘এসডিজি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে নারী উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে ব্র্যাক’

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে  শিগগিরই সংসদে উপস্থাপন

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে  শিগগিরই সংসদে উপস্থাপন

জন্মনিবন্ধন নিয়ে চরম ভোগান্তিতে সুবিধাবঞ্চিত শিশুরা

জন্মনিবন্ধন নিয়ে চরম ভোগান্তিতে সুবিধাবঞ্চিত শিশুরা

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান

সর্বশেষ

চিত্রনায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

চিত্রনায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

ডা. মুরাদ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন, জানালেন সভাপতি-সম্পাদক

ডা. মুরাদ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন, জানালেন সভাপতি-সম্পাদক

‘ছাত্রনেত্রীদের নিয়ে করা মন্তব্যগুলো বিকৃত মানসিকতার পরিচায়ক’

‘ছাত্রনেত্রীদের নিয়ে করা মন্তব্যগুলো বিকৃত মানসিকতার পরিচায়ক’

মুরাদ হাসানকে গ্রেফতারের দাবি এলডিপির

মুরাদ হাসানকে গ্রেফতারের দাবি এলডিপির

তিন বছরেও শেষ হয়নি মুজিব কিল্লার কাজ, বাড়ছে মেয়াদ

তিন বছরেও শেষ হয়নি মুজিব কিল্লার কাজ, বাড়ছে মেয়াদ

মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন দেয়নি ইউজিসি

মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন দেয়নি ইউজিসি

ভারত সফরে পুতিন

ভারত সফরে পুতিন

ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ, ‘খুশি’ জামালপুরের আ.লীগ নেতারা 

ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ, ‘খুশি’ জামালপুরের আ.লীগ নেতারা 

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান

অর্থনীতিতে শিল্পখাতের অবদান জোরদার হচ্ছে: শিল্প প্রতিমন্ত্রী

অর্থনীতিতে শিল্পখাতের অবদান জোরদার হচ্ছে: শিল্প প্রতিমন্ত্রী

বিদ্যমান জটিলতা কাটলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বিদ্যমান জটিলতা কাটলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী

লালবাগের এক প্রতিষ্ঠানের ২৭৫ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ

লালবাগের এক প্রতিষ্ঠানের ২৭৫ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ

সয়াবিন তেলের বাজার স্থিতিশীল হচ্ছে না যে কারণে

সয়াবিন তেলের বাজার স্থিতিশীল হচ্ছে না যে কারণে

© 2021 Bangla Tribune