X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রলারের তেলের ট্যাংকে মিললো ৯০ হাজার পিস ইয়াবা

টেকনাফ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১৬:১২আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬:৩৪

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবাসহ মাদক পাচারের কাজে জড়িত ছয় জনকে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় ইঞ্জিনচালিত ট্রলার ও মাছ ধরার জাল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের উখিয়া বালুখালী ১৮নং রোহিঙ্গা শিবিরের মৃত বশির আহমদের ছেলে মো. কেফায়েতুল্লাহ (২৮), টেকনাফের মোচনী রোহিঙ্গা শিবিরের মৃত আহমদ হোসেনের ছেলে মো. জমির হোসেন (৫০), টেকনাফের শাহপরীরদ্বীপ হাজী পাড়া এলাকার কালা মিয়ার ছেলে মো. হোসেন (২৭), উত্তর পাড়া মো. হাসানের ছেলে মো. আক্তার হোসেন (৩২), মাঝের পাড়া এলাকার শাহ আলমের ছেলে মো. সামসুল আলম (২৫) এবং হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে মো. করিম (২৭)।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন- ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুবাইয়াৎ কবীর ও উপ-পরিচারক লেফটেন্যান্ট এম মুহতাসিমবিল্লাহ শাকিল।

অধিনায়ক ফয়সল জানান, সোমবার (৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-০৩ থেকে দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে মিস্ত্রিপাড়া ঘাট এলাকায় নাফ নদীর মোহনা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এতে সেখানে বিশেষ টহলদল অবস্থান নেয়। পরবর্তী সময়ে সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার দেখলে তল্লাশি করা হয়। ট্রলারে অবস্থানরত পাঁচ জেলেকে জিজ্ঞাসাবাদ করে তেলের ট্যাংকের ভেতরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় দুই কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি জানান, একইদিন দুপুরে মো. করিমের বাড়িতে তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আসামিদের ও জব্দ করা ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ট্রলার ও মাছ ধরার জাল টেকনাফ শুল্ক গুদামে জমা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত