X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমদানি-রফতানির সময় বাড়াতে ভারতীয় ব্যবসায়ীদের আবেদন

হিলি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ২২:২৩আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:২৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কয়েকদিন বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। এতে ভারত অভ্যন্তরে পণ্যজট কমাতে ও বন্ধের পূর্বেই সব পণ্য বাংলাদেশে রফতানি করতে বন্ধের আগ পর্যন্ত দিনের আমদানি-রফতানির সময় বাড়ানোর আবেদন জানিয়েছে ভারতীয় রফতানিকারকরা।

বুধবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত একটি পত্র বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনকে দেওয়ার মধ্য এই আবেদন জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পতিরাম থেকে শুরু করে হিলি পর্যন্ত রাস্তার পার্শ্বে বিভিন্ন মণ্ডপ নির্মাণসহ পূজার অন্যান্য কাজের কারণে সময়মতো পণ্যবোঝাই ট্রাক সীমান্তের শূন্যরেখায় পৌঁছতে পারছে না। এর কারণে কাঁচা মরিচ, পেঁয়াজসহ অন্যান্য পণ্য রাস্তায় আটকে পড়ছে। এতে যথাসময়ে বাংলাদেশে রফতানি হচ্ছে না। সেই কারণে আগামী ৭ ও ৯ অক্টোবর (বৃহস্পতি ও শনিবার) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য রফতানির সময় বৃদ্ধি করার অনুরোধ জানাচ্ছি, যা বর্তমানে বিকেল ৫টা পর্যন্ত কার্যকর রয়েছে। না হলে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ভারতীয় অংশে যথেষ্ট পরিমাণ পচনশীল পণ্য আটকা পড়বে। যা কোনোভাবেই বাংলাদেশে রফতানি করা সম্ভব হবে না।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূজার বন্ধের কারণে বৃহস্পতি ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি করতে সময় বাড়ানোর জন্য চিঠির মাধ্যমে আবেদন করেছেন। এই দুই দিন বিকেলের পর যে খালি ট্রাকগুলো বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়, সেটি না দিয়ে শুধু পণ্যবাহী ট্রাক গ্রহণের কথা জানিয়েছেন তারা। আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, আমরা আশাবাদী ওই সময় অনুযায়ী বাকি দুই দিন পণ্য আমদানি-রফতানি হবে।’

/এফআর/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা