X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হয়রানির অভিযোগ রিক্রুটিং এজেন্সিগুলোর, বিদেশে কর্মী পাঠানো বন্ধের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৩:২৯আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৩:২৯

মানবপাচার আইনের অপব্যবহার করে রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টদের হয়রানি করা হচ্ছে- এমন অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মানবপাচার মামলায় ভুক্তভোগী, সাধারণ রিএজেন্সির মালিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ‘হয়রানি’ বন্ধের আশ্বাস না পেলে আগামী ১ নভেম্বর থেকে বিদেশে কর্মী পাঠানো বন্ধের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

মানববন্ধনের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো ইতোমধ্যে ১ কোটি ২৫ লাখের অধিক নারী ও পুরুষ রেমিট্যান্স যোদ্ধাকে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুব্যবস্থা করেছে। যার মাধ্যমে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে প্রায় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

বিদেশ থেকে আগত স্মার্ট কার্ডপ্রাপ্ত কর্মীদের যে কোনও অভিযোগে মামলা করার আগে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অথবা বায়রা'র মাধ্যমে যাচাইয়ের পর ব্যবস্থা নিতে হবে দাবি করে মানববন্ধনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদন্ত ও আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার আগেই রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টদের মানবপাচার মামলার অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়। 

বৈধভাবে বিএমইটি প্রদত্ত স্মার্ট কার্ড গ্রহণ করে কর্মী পাঠানো কোনও অবস্থাতেই মানবপাচার নয় উল্লেখ করে তারা আরও বলেন, কর্মীদের কোনও অভিযোগ থাকলে সেটি অভিবাসী আইন-২০১৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ বাঞ্ছনীয়। কিন্তু সেটি না করে বিনা পরোয়ানায়, শুধু কর্মী অথবা তার অভিভাবকের অভিযোগের ভিত্তিতে, অসংখ্য রিক্রুটিং এজেন্সি মালিককে জামিন ও আপস অযোগ্য ধারায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
দুই মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে ‘বালি প্রসেসের’ প্রতিনিধি দলের সাক্ষাৎ
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে ‘নিজের ঘরে আগুন’
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!