X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় সজাগ দৃষ্টি দরকার: পররাষ্ট্র সচিব

শেখ শাহরিয়ার জামান
১০ অক্টোবর ২০২১, ২২:২৪আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২২:২৫
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থায় আর সজাগ দৃষ্টি রাখা দরকার বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। একইসঙ্গে দ্রুত প্রত্যাবাসন শুরু না হলে ভবিষ্যতে আর জটিল পরিস্থিতি দেখা দেবে বলে জানান তিনি। শুক্রবার (৮ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প সফর করে মুহিবুল্লাহর পরিবারসহ নানা জনের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, ‘মুহিবুল্লাহ মতো হত্যাকাণ্ড যেন আর না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মুহিবুল্লাহর পরিবার ও তা সংগঠনের অন্য সদস্যদের নিরাপত্তা দেওয়ার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।

ক্যাম্পের ভেতর উত্তেজনা বিরাজ করছে জানিয়ে তিনি বলেন. যারা অপরাধী তাদের চিহ্নিত করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।

যাদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি

মুহিবুল্লাহর মৃত্যুতে প্রত্যাবাসনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে এমন কিছু হবে না। লোকজন এখনও ফিরে যেতে আগ্রহী।

যে প্রতিক্রিয়াশীল গ্রুপ ও দুর্বৃত্ত চক্র সেখানে আছে, তারা নিজেদের আরসা নামধারী বলতে চায় কিন্তু তারা দুর্বৃত্ত তাদের কোন রাজনৈতিক ও মতাদর্শগত ভিত্তি নেই বললে চলে।’ যোগ করলেন সচিব।

ক্যাম্পে মিয়ানমারের সংস্কৃতি

রোহিঙ্গা যুব সম্প্রদায়কে মিয়ানমারের সংস্কৃতি ও অন্যান্য বিষয়ে জানানোর জন্য বিভিন্ন লার্নিং সেন্টারে প্রশিক্ষ দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র সচিব বলেন, ‘ক্যাম্পে এখন যে লার্নিং সেন্টারগুলো আছে সেখানে মিয়ানমারের জাতীয় সংগীত বাজিয়ে সেটার সঙ্গে তাদের পরিচিত করা হচ্ছে।

যেসব দক্ষতা অর্জন করলে মিয়ানমারে গিয়ে তারা কাজে লাগাতে পারবে সেগুলোই আমরা রোহিঙ্গাদের শেখানোর চেষ্টা করছি।’

রাখাইন উন্নত অঞ্চল নয় জানিয়ে সচিব আরও বলেন, ‘কৃষিমৎস্যকাঠ বা ইলেকট্রিকের কাজ শিখলে তারা রাখাইনে গিয়ে কাজ করতে পারবে।

 

মাঠ পর্যায়ে সমন্বয়

মাঠ পর্যায়ে কিছু কাজে ডুপ্লিকেশন ও ওভারল্যাপিং আছে। সেগুলো দূর করার চেষ্টা করছে সরকার। এমনটা জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘স্থানীয় প্রশাসন  জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কথা বলে এটা বুঝতে পেরেছি আগামীতে ন্যাশনাল টাস্কফোর্স (এনটিএফ)-এর মাধ্যমে এসব নিরসনের চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘এনটিএফ থেকে আগেও নির্দেশনা দেওয়া হয়েছে আগামী এনটিএফ বৈঠক আমরা কক্সবাজারে করতে চাই কার মাঠপর্যায়ের সমস্যা সেখানেই সমাধান করে ফেলা যায়। ঢাকায় বসে সমাধান দিলে তা অনেক সময় কার্যকর হয় না।’

ভাসানচর

পররাষ্ট্র সচিব বলেন, ‘আরও ৮০ হাজারের বেশি রোহিঙ্গা ভাসানচরে যাবে। এতে তিন-চার মাস লাগবে যারা স্বেচ্ছায় যেতে চায় শুধু তাদেরকে নিয়ে যাওয়া হবে। ভাসানচরে এখন জাতিসংঘ সম্পৃক্ত হচ্ছে।’

/এফএ/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ