তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন নাসুম আহমেদ। শেষ পর্যন্ত ভোটাভুটিতে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে।
এই বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে স্বীকৃতি দিচ্ছে আইসিসি। সেপ্টেম্বরে সেই তালিকায় নাসুমের সঙ্গে ছিলেন লামিচানে ও যুক্তরাষ্ট্রের পাওয়ার হিটার জাসকারান মালহোত্রা। ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই শেষ পর্যন্ত মাসসেরা হয়েছেন লামিচানে।
গত মাসে পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েছেন নেপালের এই লেগ স্পিনার। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ লিগ-২ এ ৬ ওয়ানডেতে নিয়েছেন ১৮ উইকেট। ইকোনমিও ছিল ৩.১৭। যার মধ্যে তার দুটি উল্লেখযোগ্য পারফরম্যান্স হলো পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট ও ১১ রানে ৬ উইকেট শিকার। ওমানের বিপক্ষেও ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া নাসুমও কম ছিলেন না। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ধরাশায়ী করতে বড় অবদান ছিল বামহাতি স্পিনারের। টি-টোয়েন্টি সিরিজে কিউইদের ৩-২ ব্যবধানে হারাতে ৮ উইকেট নিয়েছেন। এরমধ্যে চতুর্থ ম্যাচেই ১০ রানে নেন ৪ উইকেট।
মেয়েদের ক্রিকেটে মাস সেরা হয়েছেন ইংলিশ অধিনায়ক হিদার নাইট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চার্লি ডিন ও প্রোটিয়া লিজেলে লি।
মূলত আইসিসির ভোটিং অ্যাকাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।