পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে ১৫ জন সদস্যকে যুক্ত করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৪১ জন সদস্য রয়েছে।
নতুন যুক্ত হওয়া সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক অর্নব চৌধুরী (ঢাকা বিভাগ), নিরাপত্তা বিষয়ক সম্পাদক এম এ মামুন, সহ—দফতর সম্পাদক আব্দুল আজিজ, সহ—নারী ও শিশু বিষয়ক সম্পাদক দীনা আমিন (ঢাকা), সহ—সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম (খুলনা বিভাগ), মো. রাশেদুল ইসলাম (রংপুর বিভাগ), সহ—শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ড. সানাউল্লাহ (চট্টগ্রাম), সহ—বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম (চট্টগ্রাম), নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. আব্দুল হামিদ (রংপুর), সহকারী অধ্যাপক এনামুল হক কবির (যশোর), তাহরিম আল হাসান (জয়পুরহাট), কবি এস এম এ সাদেকুল ইসলাম (ময়মনসিংহ), ইউসুফ আলী (মানিকগঞ্জ), সদস্য গোলাম কিবরিয়া মোল্লা (নড়াইল), এডভোকেট রইসুল হক (ঢাকা)।
এ বিষয়ে সংগঠনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, ‘নতুন যাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো প্রত্যেকেই দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলস পরিশ্রম করে আসছেন। আমি বিশ্বাস করি যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করা হয়েছে। আগামীতে সংগঠনকে এগিয়ে নিতে যারা ভূমিকা রাখবেন উল্লেখযোগ্য ব্যক্তিদের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হবে।’
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। সংগঠনটি ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর যাত্রা শুরু করে।