X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাসপাতালের আলমারি বাড়ি নিয়ে গেলেন আয়া

ফরিদপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৮:৫০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:৫৫

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের এক আয়ার বিরুদ্ধে কাউকে না জানিয়ে আলমারি বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে সরকারি আলমারিটি বাড়িতে নিয়ে যান তিনি।

জানা গেছে, অভিযুক্ত আয়া ফিরোজা বেগমের বাড়ি ফরিদপুরের মুন্সিবাজার এলাকায়। হাসপাতালের লেবার ওয়ার্ডের তৃতীয় তলার এক নম্বর ইউনিটে কর্মরত তিনি।

হাসপাতালে কর্মরত আসলাম বলেন, ফিরোজা বেগমের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। লেবার ওয়ার্ড থেকে যেসব রোগীকে ছাড়পত্র দেওয়া হয়, সেটা রোগী অথবা স্বজনদের হাতে দেওয়ার আগে ফিরোজাকে এক থেকে দুইশ’ টাকা বকশিস দিতে হয়। টাকা না দিলে ছাড়পত্র দিতে ঝামেলা করেন তিনি। 

সরকারি আলমারিটি বহনকারী স্থানীয় হারোকান্দির এলাকার অটোচালক রায়হান বলেন, আমার অটোতে করে ফিরোজা বেগম হাসপাতাল থেকে একটি আলমারি তার বাড়িতে নিয়েছেন। হাসপাতাল থেকে তার বাড়ির দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার।

এ বিষয়ে ফিরোজা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে হাসপাতালে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ।

হাসপাতালের প্রধান সহকারী মো. শামসুল আলম বলেন, আলমারিটা নেওয়ার সময় আমি কিছু জানতাম না। পরে শুনেছি। এটা সরকারি সম্পত্তি। ইচ্ছা করলেই এভাবে নেওয়া যায় না। এটা চরম অন্যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। পরে খোঁজ নিয়ে দেখবো।

/এসএইচ/
সম্পর্কিত
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
গরমে বাড়ছে নানা রোগ, চাপে আছে হাসপাতালগুলো
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা