X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এক দশক পর কালিয়াকৈর পৌর নির্বাচনের তফসিল

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ১১:১২আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১১:১৯

সীমানা নির্ধারণ ও বিভিন্ন জটিলতায় দীর্ঘ ১০ বছর ধরে বন্ধ ছিল গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচন। অবশেষে এক দশক পর সেই বাধা কেটেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কালিয়াকৈর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনি আমেজ বিরাজ করছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা সামছুজ্জামান জানান, সারাদেশে ১০টি পৌরসভা এবং এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ঘোষণার মধ্যে কালিয়াকৈর পৌরসভা এবং সাতটি ইউনিয়ন পরিষদও রয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে কালিয়াকৈর পৌরসভা ও সাতটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন মাধ্যমে তাদের শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের কাছে দোয়া এবং সমর্থন আদায়ের চেষ্টা করছেন। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য একাধিক প্রার্থীরা মাঠে কাজ শুরু করে দিয়েছেন। ঘোষিত তফসিলের মধ্যে কালিয়াকৈর পৌরসভা ছাড়াও উপজেলার ইউনিয়নগুলো হলো—চাপাইর, ঢালজোড়া, মধ্যপাড়া, আটাবহ, সূত্রাপুর, বোয়ালী ও ফুলবাড়িয়া।

উল্লেখ্য, ২০০১ সালের এপ্রিলে কালিয়াকৈর পৌরসভা গঠন করা হলেও এর কার্যক্রম শুরু হয় ২০০৩ সালে। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা আট বছর কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে মজিবুর রহমান মেয়রের দায়িত্ব পালন করে আসছেন। 

পরবর্তীতে শ্রীফলতলী ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে সময় পার হয়ে গেলেও দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিল। সীমানা নির্ধারণের বিষয়টি সমাধান হওয়ায় নির্বাচন কমিশন গতকাল আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা