X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

হট্টগোলে কালিয়ায় আ.লীগের বর্ধিত সভা পণ্ড 

নড়াইল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ১১:৪৮আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:৪৮

নেতাকর্মীদের হট্টগোলে নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে। এ ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তিকে দায়ী করেছেন। এমপির কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ উল্লেখ করে হাইকমান্ডকে ব্যবস্থা নিতে জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

জানা যায়, শনিবার (১৬ অক্টোবর) কালিয়া পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করা হয়। ইউপি নির্বাচনে কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য তথ্য নিতে সভার আয়োজন করে কালিয়া উপজেলা ও নড়াগাতি থানা আওয়ামী লীগ। 

জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নিজাম উদ্দিন খান নিলু রাতে শহরের পুরোনো বাসটার্মিনালস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বর্ধিত সভায় আমি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে এমপি মুক্তি অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছেন। বর্ধিত সভাকে পণ্ড করতে তিনি কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষকে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তাকে মারধরেরও চেষ্টা করেন। ত্রাস সৃষ্টির লক্ষ্যে এ সময় অবৈধ অস্ত্র দিয়ে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলিও বর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, বর্ধিত সভায় উপস্থিত লোকজন এ সময় আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনা ঘটিয়ে এমপি কবিরুল হক মুক্তি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এমপির মতো দায়িত্বশীল পদে থেকে দলের বর্ধিত সভায় যে ঘটনা তিনি ঘটিয়েছেন তা নিঃসন্দেহে ন্যাক্কারজনক ও নিন্দনীয়। 

বিষয়টি দলীয় হাইকমান্ডকে জানাবেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

এ বিষয়ে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ বলেন, ‘বর্ধিত সভায় এমপি মুক্তি অশ্লীল ও অশ্রাব্য ভাষায় আমাকে গালাগালি করেছেন। এক পর্যায়ে তিনি আমাকে এবং উপস্থিত নেতাকর্মীদের ওপর তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেন। এ সময় তাদের অতর্কিত হামলায় মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিলাশ কুমার দাস মারত্মকভাবে আহত হন। এ সময় পৌর কমিউনিটি সেন্টারের জানালা, দরজা, চেয়ার-টেবিল, সাউন্ড সিস্টেমসহ আসবাবপত্র ভাঙচুরে প্রায় সাত লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

কালিয়া থানার ওসি শেখ কণি মিয়া বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। তবে কোনও গুলির শব্দ শুনিনি। দ্রুততম সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে দাবি করেন তিনি। 

এ বিষয়ে জানতে এমপি কবিরুল হক মুক্তির মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি। 



/টিটি/
সম্পর্কিত
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বশেষ খবর
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন