X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় বিশৃঙ্খলার ঘটনায় আরও এক মামলা

কুমিল্লা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১১:১৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১১:১৮

কুমিল্লায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। নগরীর নানুয়ার দিঘিরপাড় পূজামণ্ডপের ঘটনার জেরে নগরীসহ জেলার সদর দক্ষিণ, দাউদকান্দি ও দেবিদ্বার উপজেলায় বিশৃঙ্খলার ঘটনায় এ পর্যন্ত ৯টি মামলা হয়েছে।
 
সর্বশেষ দেবিদ্বার উপজেলার মহিনপুর ইউনিয়নের বিহারমন্ডল গ্রামে দশমীর দিন রাতের কোনও এক সময় নির্মাণাধীন বিহারমন্ডল কালী মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নতুন মামলাটি হয়েছে। মন্দির সংশ্লিষ্ট নারায়ণ পাল নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। 

এর আগে, দাউদকান্দি থানায় গৌরাঙ্গ ভৌমিক নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেন। এরআগে, বিশৃঙ্খলার ঘটনায় কুমিল্লা কোতোয়ালি ও দক্ষিণ থানা পুলিশ বাদী হয়ে ছয়টি মামলা করে। এছাড়া সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গোলাম মাওলা নামে একজনকে আটকের পর  র‌্যাবের ডিএডি বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

এদিকে দেবিদ্বারে বিশৃঙ্খলার বিষয়ে বিহারমন্ডল গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল গফুর জানান, পূজার শেষদিন রাতের কোনও একসময় নির্মাণাধীন কালী মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করা হয়। সকালে খবর পেয়ে দেবিদ্বার উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে।

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, দশমীর দিন রাতে একটি নির্মাণাধীন জানালা, দরজা বিহীন মন্দিরে দুর্বৃত্তরা প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে। পরদিন সকালে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় নারায়ণ পাল নামে এক ব্যক্তি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

 

/টিটি/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
গোবর ফেলা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, বড় ভাই নিহত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’