X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়ার অন্তরে সবসময়ই ছিল পেয়ারে পাকিস্তান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৬:৫১আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৭:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়ার অন্তরে সবসময়ই ছিল পেয়ারে পাকিস্তান। সে তো সবসময় পেয়ারে পাকিস্তান নিয়েই থাকতো। এটা হলো বাস্তব কথা।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) কুমিল্লা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

কুমিল্লার ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সবসময় এ রকম একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। অথচ বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। আমরা মুজিববর্ষ উদযাপন করছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এই সময়েই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেই মর্যাদাটা রক্ষা করে আমাদের উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন যখন হয়, তখন দেশের একটা শ্রেণি আছে, তারা এটা মানতে পারে না। তাদের কাছে এটা পছন্দই না। বাংলাদেশ মাথা উঁচু করে সম্মান নিয়ে চলবে, এটা বোধহয় এদের পছন্দ হয় না। আর বিশেষ করে বিএনপি-জামায়াত এদের তো হবেই না।’

সরকারপ্রধান বলেন, ‘কুমিল্লার এই ঘটনার পরে পীরগঞ্জসহ বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। যাদের ঘরবাড়ি পুড়িয়েছে, সঙ্গে সঙ্গে তাঁবু করে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। প্রথমে শুকনো খাবারের ব্যবস্থা এবং পরে রান্না করা খাবারের ব্যবস্থা করেছি। তাদের কাপড় ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘যাদের এ ধরনের ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত সবাইকে ঘরবাড়ি তৈরি করে দেবো। ইতোমধ্যে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। যেখানেই মানুষের ওপর এ ধরনের নির্যাতন হয়, আওয়ামী লীগ পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগের সময়ও পাশে থাকে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ। কাজেই ভবিষ্যতে কেউ ক্ষতি আর করতে পারবে না। আমরা কখনোই আর কারও অধীনস্থ হবো না। স্বাধীন জাতি হিসাবে সারা বিশ্বে মাথা উঁচু করে চলবো। সেই কথাটা সবাইকে মনে রাখতে হবে।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ নিয়ে চলার নির্দেশনা দিয়ে দলটির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কল্যাণের জন্য। জাতির পিতা নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য। সেই আদর্শের নেতাকর্মীদের সেটা মাথায় থাকতে হবে।’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীদের নজরদারি বাড়াতে হবে। শান্তি সম্মেলন, মিছিল ও সভা করতে হবে। সম্প্রীতির ব্যবস্থা নিতে হবে, যাতে কোনও সংঘাত দেখা না দেয়। এই মাটিতে প্রত্যেকটা ধর্মের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’

করোনাভাইরাসের প্রায় ছয় কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমরা আরও টিকা দিচ্ছি। যত টিকা লাগে দেবো। এমনকি আমাদের স্কুলের শিক্ষার্থীরাও পাবে। তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ডব্লিউএইচও’র সঙ্গে আলোচনা করছি যে, কেউ বাদ যাবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার স্বাস্থ্য সুরক্ষা যাতে থাকে, সেই ব্যবস্থা নিয়ে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া করার সুযোগ করে দেওয়া হবে। দেড়টা বছর নষ্ট হয়ে গেছে। আর যেন কোনও ক্ষতি না হয়।’

তিনি বলেন, ‘টিকা আমরা দিচ্ছি ঠিকই, তারপরও স্বাস্থ্য সুরক্ষাটা সবাইকে মেনে চলতে হবে। কারণ, নিজের সুরক্ষা নিজেকেই দিতে হবে। এ বিষয়টা সবাইকে মানতে হবে।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস একটা শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষাটা যে যত অর্থশালী ও সম্পদশালী হোক, সবার জন্যই। করোনায় সবাই কিন্তু ভীত ছিল। ধনী, দরিদ্রসহ সব শ্রেণিপেশার মানুষের মধ্যে একই ধরনের আতঙ্ক। এটা থেকে একটা শিক্ষা হলো; যে যতই সম্পদশালী হোক, এই সম্পদ কিছুই না। মানুষ জন্মালে মরতে হবে। আর এই সম্পদ পড়ে থাকবে।’

তিনি বলেন, ‘আমরা সরকারে আছি দীর্ঘ সময়। ২০০৯ থেকে ২০২১ দীর্ঘ সময়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নের ছোঁয়াটা শুধু শহরভিত্তিক না, গ্রামভিত্তিকও। গ্রামের প্রতিটি মানুষের যাতে উন্নতি হয় সেদিকে লক্ষ রেখে আমরা একেবারে তৃণমূল পর্যন্ত উন্নয়ন করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লার ব্যাপক উন্নয়ন হয়েছে। কী করবো? অর্থমন্ত্রীও কুমিল্লার। কাজেই এখানে তো অর্থ যাচ্ছেই প্রচুর। সেটা তো বাস্তব।’

তিনি বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের পরে যারা দেশের ক্ষমতায় এসেছিল, তারা মানুষের জন্য কিছু করেনি, মানুষকে দেয়নি। তারা নিজেদের আখের গুছিয়েছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। আওয়ামী লীগ এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেই। দেশের মানুষকে উন্নত জীবন দেবে, মৌলিক চাহিদা পূরণ করবে। যেটা জাতির পিতা চেয়েছিলেন।’

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেনাবাহিনীসহ পুরো সশস্ত্র বাহিনীর উন্নতি হয়েছে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালা অনুসারেই কিন্তু আমরা “ফোর্সেস গোল-২০৩০” নিয়েছি।’ আমাদের সশস্ত্র বাহিনী, যারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদেরও সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবিসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন...

কুমিল্লা নামে বিভাগ হবে না: প্রধানমন্ত্রী  

কুমিল্লার ঘটনা দুঃখজনক, অপরাধীর বিচার হবে: প্রধানমন্ত্রী

 

 

/পিএইচসি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া