X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শ্রেণিকক্ষে ফিরলেন রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৬:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:৫৭

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাভাবিক পাঠদান শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সরাসরি ক্লাসে বসেন শিক্ষার্থীরা। এরআগে, গত ১৭ অক্টোবর শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়া হয়। কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ও মানসম্মত পরিচালনা পদ্ধতি সামনে রেখে ক্লাস পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফখরুল ইসলাম বলেন, গত দেড় মাস ধরে আমার অনুষদের বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে সব কক্ষ পরিষ্কার রয়েছে। আজ কেবল শুধু শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিয়েছেন।  

শ্রেণিকক্ষে ফিরলেন রাবি শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধির বিষয়ে অধ্যাপক ফখরুল ইসলাম বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ক্লাসরুমে স্যানিটাইজার থাকবে, যার প্রয়োজন সে ব্যবহার করবে।

প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক একরামুল হামিদ বলেন, আমার অনুষদে প্রায় সব বর্ষের পরীক্ষা চলছে। তাই আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীরা ক্লাসে এলে তাদের প্র্যাকটিকাল (ব্যবহারিক) পরীক্ষাগুলো নেওয়া। কারণ, আমাদের দুটি সেমিস্টারের ক্লাস নেওয়া আছে। তাই যতটা সম্ভব প্র্যাকটিকালগুলো নিয়ে রাখতে হবে। যাতে করে আবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে যেন প্র্যাকটিকালের জন্য পরীক্ষা পিছিয়ে না থাকে।

এদিকে দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খোরশেদ আলম বলেন, দেড় বছরেরও বেশি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর আজ সরাসরি ক্লাস করছি। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আড্ডা দিচ্ছি। অনুভূতিটা অন্যরকম।

শ্রেণিকক্ষে ফিরলেন রাবি শিক্ষার্থীরা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বলেন, হল খোলার পর অনেকের সঙ্গে দেখা হয়েছে। তবে দীর্ঘদিন পর বন্ধুদের পাশে বসে ক্লাস করার অনুভূতি অন্যরকম।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। আমরা তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। 

 

/টিটি/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা