X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বিশেষ ট্রাইব্যুনালে বিশৃঙ্খলায় জড়িতদের বিচার চান রানা দাশগুপ্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ অক্টোবর ২০২১, ১৫:০৫আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫:০৫

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় সারাদেশের সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ক্ষতিগ্রস্ত মন্দির, বাড়ি-ঘর পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তিনি বলেন, যেসব জেলায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা হয়েছে, সে সব ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সাম্প্রদায়িক বিশৃঙ্খলায় জড়িতদে গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত মন্দির, বাড়ি-ঘর পুনঃ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন, যথাযথ ক্ষতিপূরণ ছাড়াও আহতদের চিকিৎসা এবং নিহতদের প্রতিটি পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। 

শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় এলাকায় সংগঠনটির উদ্যোগে আয়োজিত গণঅনশন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব দাবি জানান। গণঅনশন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষ অংশ নেন।

তিনি বরেন, সাম্প্রদায়িক বিশৃঙ্খলায় জড়িতদে গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি নিশ্চিত করতে হবে।

রানা দাশগুপ্ত অভিযোগ করেন, সাম্প্রদায়িক হামলাকারীদের বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা থাকার পরেও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি ছিল। যারা অবহেলা ও গাফিলতি করেছেন, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এছাড়া সাম্প্রদায়িক হামলাকারীদের মোকাবিলায় যেসব এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধি এগিয়ে আসেননি তাদেরকেও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক, রাজনৈতিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। 

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধানের পুনর্বহাল এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের ইশতিহারে প্রতিশ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং বৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে।

পরে তিনি এসব দাবিতে আগামী ফেব্রুয়ারি মাসে পথযাত্রা কর্মসূচির ঘোষণা করেন। রানা দাশগুপ্ত বলেন, উল্লেখিত দাবি সমূহের অগ্রগতি পর্যালোচনায় এনে পরবর্তীতে এসব দাবির সমর্থনে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে চল চল ঢাকায় চল, স্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমূখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। 

গণঅনশন কর্মসূচি শেষে আন্দরকিল্লা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি টেরিবাজার, লালদীঘি হয়ে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি