X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আরএসএস’র অনেক আদর্শই বামপন্থী, চাঞ্চল্যকর দাবি সাধারণ সম্পাদকের

কলকাতা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ২০:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:৪৬

ভারতের ক্ষমতাসীন বিজেপি’র মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর অনেক আদর্শই বামপন্থী। এমন চাঞ্চল্যকার দাবি করেছেন হিন্দুত্ববাদী সংগঠনটির সাধারণ সম্পাদক দত্তত্রেয় হোসাবলে। শুক্রবার আরএসএস নেতা রাম মাধবের লেখা ‘দ্য হিন্দুত্ব প্যারাডাইম: ইন্টিগ্রাল হিউম্যানিজম অ্যান্ড দ্য কোয়েস্ট ফর দ্য নন-ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ’ নামে একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দত্তত্রেয় হোসাবলে বলেন, ‘হিন্দুত্বের কোনও ডানপন্থা বা বামপন্থা নেই। আমি আরএসএস থেকে এসেছি। সংঘের প্রশিক্ষণ শিবিরে আমাদের বক্তৃতায় কখনও বলিনি যে আমরা ডানপন্থী। আমাদের অনেক ধারণাই বামপন্থী ধারণার মতো এবং অনেকগুলো নিশ্চিতভাবেই এই তথাকথিত ডানপন্থী।’

অনুষ্ঠানে হোসাবলে বলেন, “পৃথিবী বাম দিকে চলে গিয়েছিল, বা বামদিকে যেতে বাধ্য হয়েছিল এবং এখন পরিস্থিতি এমন যে, পৃথিবী ডানদিকে চলে যাচ্ছে, যাতে এটি মধ্যবর্তী স্থানে থাকে। সেটাই হিন্দুত্বের কথা, না বাম, না ডান। হিন্দুত্বের সারমর্ম হলো, প্রতিটি ক্ষেত্র থেকে সেরা বিষয়টি গ্রহণ করা এবং আপনার প্রয়োজন, পারিপার্শ্বিকতা এবং জীবন অনুসারে সেটিকে একটি ধাঁচে ফেলা। বাম ও ডান উভয় পক্ষের ধারণার জন্যই স্থান রয়েছে, যেহেতু এগুলো ‘মানব অভিজ্ঞতা’ থেকে উঠে এসেছে।”

হোসাবলের দাবি, ‘বর্তমান সময়ের নিরিখে অপ্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও বহু ঔপনিবেশিক বিষয় অব্যাহত রয়েছে দেশে।’ নিজের যুক্তির স্বপক্ষে তিনি আরও বলেন, ‘ভারতের প্রধান বিচারপতির সম্প্রতি মন্তব্য করেছেন যে ভারতীয় বিচার ব্যবস্থা দেশের জন্য উপযুক্ত নয়।’

হোসাবলে ভারতীয়দের দীর্ঘায়ুর জন্য সাংস্কৃতিক সংহতির গুরুত্বের কথা বলেছেন। তিনি বলেন, ‘বার্লিন প্রাচীরের পতনের সেই ঘটনায় জার্মানিকে পুনরায় একত্রিত করেছিল।’  

সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘কোনও জোরপূর্বক বিভাজন বা সংযুক্তিকরণ টিকে থাকে না। সংস্কৃতিই এর ভিত্তি।’

ভারতের রাজনীতিতে বামপন্থা এবং হিন্দুত্ববাদ দু’টি পরস্পরবিরোধী ধারা হিসেবে পরিচিত। একে অপরের কট্টর সমলোচকও বটে। আরএসএস নিজেকে একটি অরাজনৈতিক সংগঠন বললেও এই মুহূর্তে বিজেপির মাধ্যমে ভারতীয় রাজনীতির প্রধান চালিকা শক্তি তারাই। অপরদিকে, বামপন্থীরা বর্তমানে দেশের মধ্যে ক্ষয়িষ্ণু শক্তি হিসেবে পরিচিত। ২০১৯ সালের লোকসভা ভোটের পর তৃণমূলকে হারাতে ‘বাম ভোট রামে’ চলে গিয়েছে এমন দাবি উঠেছিল রাজনৈতিক মহলে। এবার ২০২৪ লোকসভা ভোটের আগে, হিন্দুত্ববাদের মধ্যে বামপন্থাকে হাজির করা হচ্ছে!  আরএসএস’র এই দাবির মধ্য দিয়ে দেশের অবশিষ্ট বামভোটকে বিজেপির দিকে টেনে আনার পরিকল্পনা কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

/এএ/
সম্পর্কিত
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
‘ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছে, চলবে’
সর্বশেষ খবর
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস