X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শুধু সম্মেলন নয়, আমাদের প্রয়োজন জনগণের চাপ: গ্রেটা থুনবার্গ

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ২১:২০আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:২০

জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, জনগণের পক্ষ থেকে চাপ না থাকলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যমাত্রা অর্জনে পদক্ষেপ গ্রহণ শুধু সম্মেলন দিয়ে হবে না। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

কপ২৬ জলবায়ু সম্মেলনের আগে থুনবার্গ বলেছেন, জনগণের উচিত ব্যবস্থাকে সমূলে উৎপাটন করা। তার কথায়, মানুষ যখন চাইবে তখন পরিবর্তন হবে। তাই এসব সম্মেলন দিয়ে কিছু হবে বলে আমরা প্রত্যাশা করি না।

রাজনীতিকরা অজুহাত হাজির করছেন বলেও অভিযোগ করেন তিনি।

৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের পর এটিই বৃহত্তম জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন। প্রায় ২০০টি দেশকে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানোর পরিকল্পনা হাজির করতে বলা হয়েছে। বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ এই গ্যাস।

থুনবার্গ সম্প্রদি জলবায়ু পরিবর্তনকে কেন্দ্রে রেখে একটি বৈশ্বিক সিরিজ কনসার্ট শুরু করেছেন ক্লাইমেট লাইভ শিরোনাম। তিনি বিবিসিকে জানিয়েছেন, কপ২৬ সম্মেলনে উপস্থিত থাকবেন। বিশ্বনেতাদের প্রতি তার বার্তা হলো সৎ থাকার জন্য।

থুনবার্গ বলেন, আমার মতে মানুষ যখন পরিস্থিতির গুরুত্ব এবং যে সংকটের মুখোমুখি আমরা তা বুজতে পারবে তখন সফলতা আসতে শুরু করবে। আমাদের বড় পরিবর্তন প্রয়োজন, আমাদের এই ব্যবস্থাকে উৎখাত করতে হবে কারণ তখনই কেবল পরিবর্তন আসবে।

তিনি বিশ্বাস করেন না ২০৫০ সালের মধ্যে যুক্তরাজ্যের গ্রিনহাউস গ্যাস নির্গমণ শূন্যে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এমনকি যুক্তরাজ্য জলবায়ু নেতা হিসেবেও মানতে রাজি নন তিনি।

এই অ্যাক্টিভিস্ট বলেন, দুর্ভাগ্যবশত বর্তমানে আমাদের কোনও জলবায়ু নেতা নেই। কিন্তু এর মানে এই নয় যে তার আকস্মিক কোনও সিদ্ধান্ত পারবে না।

তিনি নিজের বিষয়ে বলেন, আমি নিজেকে জলবায়ু সেলিব্রেটি হিসেবে বিবেচনা করি না। আমি নিজেকে একজন জলবায়ু অ্যাক্টিভিস্ট হিসেবে দেখি। আমার কৃতজ্ঞ থাকা উচিত কারণ অনেক মানুষের কোনও প্ল্যাটফর্ম নেই এবং যাদের কথা কেউ শুনছে না, অনেকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছে।

থুনবার্গের কথায়, ঘরোয়া জীবনে আমি একেবারে ভিন্ন মানুষ। ব্যক্তিজীবনে আমাদের অনেকেই চিনতে পারবে না। মিডিয়ায় আমি খুব রাগী কিন্তু ব্যক্তিজীবনে নিরীহ।

/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
জলবায়ু অভিযোজনে সফলতার জন্য বিশ্বের ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি: পরিবেশমন্ত্রী
যুদ্ধে ব্যবহৃত অর্থ জলবায়ুর প্রভাব মোকাবিলায় ব্যয়ের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা