X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সংক্রমণের নিম্নগতি অব্যাহত, তবে আত্মতুষ্টির কারণ নেই: স্বাস্থ্য অধিদফতর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৫:৫৩আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫:৫৩

সংক্রমণের নিম্নগতি- অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ হলেও এতে ‘আত্মতুষ্টির কোনও কারণ নেই’ বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর। আজ রবিবার ( ২৪ অক্টোবর) আয়োজিত অনলাইন বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের অবশ্যই জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শতভাগ কার্যকর ভ্যাকসিন হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচলিত সবরকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

গত এক সপ্তাহের সংক্রমণ পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, দক্ষিণপূর্ব এশিয়াতে বাংলাদেশের প্রতিবেশী ভারতে গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ১ হাজার ২২৮ , ইন্দোনেশিয়ায় ২৬৪ এবং থাইল্যান্ডে ৫০২। তবে ভুটানে গত এক সপ্তাহে কোনও মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি। আর বাংলাদেশে ৫৫টি মৃত্যুর ঘটনা আমরা রেকর্ড করেছি।

গত সাতদিনে ২ হাজার ২৪৩ জন নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন উল্লেখ অধ্যাপক নাজমুল ইসলাম জানান, এটা তার আগের সাতদিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। আর গত সাতদিনের মৃত্যুর তার আগের সপ্তাহের তুলনায় প্রায় ২১ শতাংশ কম।

বিগত সাতদিনে সংক্রমণের পরিস্থিতি দুই শতাংশ বা তার চাইতে নিচেই ছিল উল্লেখ করে তিনি বলেন, কেবল গত ১৯ অক্টোবর দুই দশমিক ২০ শতাংশ ছিল। বাকি পুরো সপ্তাহজুড়েই শনাক্তের হার দুই শতাংশের নিচেই ছিল। সামগ্রিকভাবে গত এক মাসে সংক্রমণের হার ক্রমাগত নিম্নমুখী হয়েছে এবং সেটি এখনও অব্যাহত রয়েছে।

দেশের চলতি বছরের সংক্রমণের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট মাসেই সবচেয়ে বেশি রোগী আমরা দেখেছি। জুলাই মাসে তিন লাখ ৩৬ হাজার ২২৬ জন আর আগস্ট মাসে দুই লাখ ২৩ হাজার ৪৮০ জন শনাক্ত হয়েছিলেন। আর অক্টোবর মাসে সে বিবেচনাতে আমাদের রোগী সংখ্যা অনেক কম, মাত্র ১১ হাজার ৫০৬ জন।’

গত সপ্তাহেও জেলাভিত্তিক ঢাকা জেলাতেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বলেও জানান তিনি; যা সংখ্যায় ৫ লাখ ২৫ হাজার ৩৬৪ জন। এরপর রয়েছে চট্টগ্রাম জেলা, সেখানে ৯২ হাজার ৪৬৪ জন শনাক্ত হয়েছে। শীর্ষ ১০ জেলার তালিকায় কক্সবাজার রয়েছে সবচেয়ে শেষে, সেখানে ২৩ হাজার ১৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

বয়স অনুপাতে মৃত্যুর তালিকায় ৬১ থেকে ৭০ বছর বয়সীরাই বেশি রয়েছেন, জানান অধ্যাপক নাজমুল ইসলাম।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
ঈদের ছুটিতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে ১২ নির্দেশনা
উদ্বোধনের ১৩ মাসেও চালু হয়নি রংপুরের শিশু হাসপাতাল
আরও ৩২ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল