X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ২৩:৫০আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২৩:৫০

রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে স্কুল ছাত্রসহ তিন জন আহত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরে রাজধানীর মিরপুর ও উত্তরা পশ্চিম থানা এলাকায় এসব ঘটনা ঘটেছে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

আহতরা হচ্ছেন,  মিরপুর সরকারি বেঙ্গল মিডিয়াম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আজার উদ্দিন রিয়াদ (১৬) মিরপুরের নুরজাহান ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আল আমিন (১৫) এবং উত্তরা পূর্ব থানা এলাকায় আল আমিন (২০) নামে এক টিসার্ট বিক্রেতা।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত তিন জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়গুলি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মিরপুরে রবিবার সন্ধ্যা ছয়টায় ক্রিকেট স্টেডিয়াম এর বিপরীত পাশে ন্যাশনাল বাংলা হাই স্কুলের পেছনে রাস্তায় দুইজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে সন্ধ্যা সাড়ে সাতটায় ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।

মিরপুর ২ নম্বরের স্থায়ী বাসিন্দা আহত রিয়াদ জানান, বাসার পাশেই কোচিং করতে গিয়েছিল। সেখানে পূর্ব পরিচিত রাহুলের চাচাতো ভাই বখাটে শরিফ (১৭) তার পথরোধ করে, উল্টাপাল্টা কথা বলে এক পর্যায়ে  পিঠে ছুরিকাঘাত করে‌। এলাকার ছোট ভাই আলামিন তাকে বাধা দিতে গেলে তাকেও ডান হাতে এবং পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তবে আরেক জন জানিয়েছেন শরিফ মাদক সেবী। সে এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে।

অন্য দিকে, উত্তরা পূর্ব থানার জয়নাল মার্কেট এর সামনে ৬নং সেক্টর ১০নং রোডে কামাল হোসেন (২০) এক টি-শার্ট বিক্রেতা ছুরিকাঘাতে আহত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টায় দিকে তার বন্ধু শুভ (২২) কামালের কাছ থেকে মোবাইল ফোন চাওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তির এক পর্যায়ে শুভ ছুরিকাঘাত করে কামালকে। তার পিঠে রক্তাক্ত জখম হয়েছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার অন্য বন্ধুরা।

/এআইবি/এআরআর/জেজে/
সম্পর্কিত
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিল ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার