X
শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১, ১৯ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

‘বাইরের লোকের কথায় কিছু যায় আসে না’, মাশরাফির মন্তব্যে ওটিস গিবসন

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২২:১৫

দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সাবেক অধিনায়ক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার, যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসঙ্গে রিহ্যাব সেন্টারে চাকরি করছেন।’

তার করা মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল পেস বোলিং কোচ ওটিস গিবসনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার আগের দিন সংবাদ সম্মেলনে জাতীয় দলের এই বোলিং কোচ বলেছেন, ‘দেখুন, এটা ব্যক্তিগত মত। আমাদের জানাশোনার বাইরে কে-কী বলছে, তাতে আমার আগ্রহ নেই। আমরা জানি, বাংলাদেশ দলের কোচিং গ্রুপ হিসেবে আমরা কী করছি। বাইরের লোকের কথায় কিছু যায় আসে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হারের পরই কোচদের সমালোচনা করেন মাশরাফি। তিনি এই হারের জন্য কোচিং স্টাফদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

মূলত লিটনের ক্যাচ মিসের প্রসঙ্গে বলতে গিয়ে মাশরাফি লিখেছেন, ‘আরও অনেক বিষয় আছে বলা যায়, তবে লিটনের ক্যাচ মিসের কোনও এক্সকিউজ দিবো না, এমনকি লিটন নিজেও দেবে না। তবে ক্যাচ মিস খেলার একটা অংশই। কিন্তু ফিল্ডিং কোচের কাছে কি এই বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়? ক্যাচ মিস কি এই প্রথম হলো? ২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্টের প্রায় সবাই চাকরি হারিয়েছেন, স্রেফ বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কি সেরা ফিল্ডিং সাইড হয়ে গিয়েছি? এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার, যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসঙ্গে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছেন। এদের বাদ দেওয়া আরও বিপদ। কারণ, চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে দাঁড়ালো কী? তারা যতদিন থাকবে আর মন যা চাইবে তা-ই করবে। হেড কোচ এক এক করে নিজ দেশের সবাইকে আনছে, এরপর যারা অস্থায়ীভাবে আছে তাদেরও সরাবে আর নিজের মতো করে ম্যানেজমেন্ট সাজাবে। তাও মেনে নিলাম কিন্তু রাসেল (হেড কোচ) ম্যানেজমেন্টের জন্য যেভাবে স্টেপআপ করে, মূল দলের জন্য তাহলে লুকিয়ে কেন? কেন তামিম, মুশফিক, রিয়াদ ভালো থাকে না। এটা ঠিক করা তার কাজ না?'

/আরআই/এফআইআর/এমওএফ/

সম্পর্কিত

জয়ের অভিষেকের দিনে টস জিতলো পাকিস্তান

জয়ের অভিষেকের দিনে টস জিতলো পাকিস্তান

সাকিবকে নিয়ে ভালোর আশায় বাংলাদেশ

সাকিবকে নিয়ে ভালোর আশায় বাংলাদেশ

আগারওয়াল ১২০*, কোহলি ০

আগারওয়াল ১২০*, কোহলি ০

শাহীন বলছেন, মিরপুরেও পেসারদের সফল হওয়া সম্ভব

শাহীন বলছেন, মিরপুরেও পেসারদের সফল হওয়া সম্ভব

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune