X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ তাহলে এই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ১৮:৩৬আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৮:৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইতিবাচক অনেক প্রাপ্তি ছিল বাংলাদেশের। মিরপুরের স্লো, টার্নিং উইকেটে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল। অবশ্য এমন উইকেটের এই সাফল্য নিয়ে প্রশ্নও যে উঠেনি এমন নয়।

এমন প্রশ্নে ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডের সবাই ম্যাচ জেতার আত্মবিশ্বাসকেই বড় করে দেখেছিলেন। তখন কেউ স্বীকার না করলেও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ হিসেবে দেখা হচ্ছে মিরপুরের উইকেটকেই! সেটি স্বীকার করে নিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

অথচ বাংলাদেশের সাবেক এই অধিনায়ক উল্টো মত দিয়েছিলেন টুর্নামেন্টের আগে। জানিয়েছিলেন, ‘উইকেট নিয়ে বেশি কথা হচ্ছে। এটা সমস্যা হবে না।’ এখন হাবিবুল বাশারই বিশ্বকাপ চলাকালে ভিন্ন মত দিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে আমরা অনেক ম্যাচ খেলে এসেছি। এটা একটা সুবিধা ছিল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে যেটা দরকার তা হলো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ঘরোয়া টুর্নামেন্টে ব্যাটিং উইকেট তৈরি করা।’

বাংলাদেশ দলে প্রথাগত পাওয়ার হিটার নেই। সে কারণে স্কিল হিটিংয়েই বেশি জোর দিয়ে থাকেন মুশফিকরা। বাশার মনে করেন, বারবার একই উইকেটে খেলার কারণে পাওয়ার হিটার তৈরি হচ্ছে না, ‘আমরা যখন বিপিএল বা অন্য টুর্নামেন্ট খেলি, তখন বারবার একই উইকেটে খেলার কারণে ভালো উইকেট পাই না। যার জন্য পাওয়ার হিটার তৈরি হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি আপনার কন্ডিশনের সুবিধা নিতে চাইবেন। আমার মনে হয়, ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ভালো উইকেট বানাতে হবে।’

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারের হতাশা থেকে ক্রিকেটাররা বেরুতে পারেননি। শনিবার পুরো দলকে দেওয়া হয়েছে বিশ্রাম। আংশিক বিশ্রাম থাকবে রবিবারও। সোমবার শেষ দুই ম্যাচ জেতার আশা নিয়ে মাঠের অনুশীলনে নামবে দল। বাশার বলেছেন, ছেলেরা এখন শেষ দুই ম্যাচের দিকে তাকিয়ে, ‘দলের সবাই আসলে খুব হতাশ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হয়তো আমরা দাঁড়াতেই পারিনি। কিন্তু শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের জেতার সুযোগ ছিল। শেষ ম্যাচটা হৃদয় ভাঙা ছিল, এটা জিততে পারলে চাঙা হয়ে যেতাম। আমরা সুযোগ হাতছাড়া করেছি। সামনের দুটি ম্যাচ আছে। এখন আমরা জয় দিয়ে শেষ করতে চাই।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস