X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ তাহলে এই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ১৮:৩৬আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৮:৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইতিবাচক অনেক প্রাপ্তি ছিল বাংলাদেশের। মিরপুরের স্লো, টার্নিং উইকেটে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল। অবশ্য এমন উইকেটের এই সাফল্য নিয়ে প্রশ্নও যে উঠেনি এমন নয়।

এমন প্রশ্নে ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডের সবাই ম্যাচ জেতার আত্মবিশ্বাসকেই বড় করে দেখেছিলেন। তখন কেউ স্বীকার না করলেও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ হিসেবে দেখা হচ্ছে মিরপুরের উইকেটকেই! সেটি স্বীকার করে নিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

অথচ বাংলাদেশের সাবেক এই অধিনায়ক উল্টো মত দিয়েছিলেন টুর্নামেন্টের আগে। জানিয়েছিলেন, ‘উইকেট নিয়ে বেশি কথা হচ্ছে। এটা সমস্যা হবে না।’ এখন হাবিবুল বাশারই বিশ্বকাপ চলাকালে ভিন্ন মত দিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে আমরা অনেক ম্যাচ খেলে এসেছি। এটা একটা সুবিধা ছিল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে যেটা দরকার তা হলো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ঘরোয়া টুর্নামেন্টে ব্যাটিং উইকেট তৈরি করা।’

বাংলাদেশ দলে প্রথাগত পাওয়ার হিটার নেই। সে কারণে স্কিল হিটিংয়েই বেশি জোর দিয়ে থাকেন মুশফিকরা। বাশার মনে করেন, বারবার একই উইকেটে খেলার কারণে পাওয়ার হিটার তৈরি হচ্ছে না, ‘আমরা যখন বিপিএল বা অন্য টুর্নামেন্ট খেলি, তখন বারবার একই উইকেটে খেলার কারণে ভালো উইকেট পাই না। যার জন্য পাওয়ার হিটার তৈরি হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি আপনার কন্ডিশনের সুবিধা নিতে চাইবেন। আমার মনে হয়, ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ভালো উইকেট বানাতে হবে।’

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারের হতাশা থেকে ক্রিকেটাররা বেরুতে পারেননি। শনিবার পুরো দলকে দেওয়া হয়েছে বিশ্রাম। আংশিক বিশ্রাম থাকবে রবিবারও। সোমবার শেষ দুই ম্যাচ জেতার আশা নিয়ে মাঠের অনুশীলনে নামবে দল। বাশার বলেছেন, ছেলেরা এখন শেষ দুই ম্যাচের দিকে তাকিয়ে, ‘দলের সবাই আসলে খুব হতাশ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হয়তো আমরা দাঁড়াতেই পারিনি। কিন্তু শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের জেতার সুযোগ ছিল। শেষ ম্যাচটা হৃদয় ভাঙা ছিল, এটা জিততে পারলে চাঙা হয়ে যেতাম। আমরা সুযোগ হাতছাড়া করেছি। সামনের দুটি ম্যাচ আছে। এখন আমরা জয় দিয়ে শেষ করতে চাই।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা
যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা
মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় গুলি: যুবদল নেতা হাসান মাহমুদ মাদকসহ গ্রেফতার
মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় গুলি: যুবদল নেতা হাসান মাহমুদ মাদকসহ গ্রেফতার
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ