X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশের প্রস্তাবিত ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের সুরাহা হয়নি

শাহেদ শফিক, গ্লাসগো থেকে
০৯ নভেম্বর ২০২১, ১৬:১৫আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬:১৭

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির জন্য সহায়তা দিতে নতুন কোনও ‘রোড ম্যাপ‘ দেয়নি উন্নত দেশগুলো। কার্বণ নিঃসরণ ১ দশমিক ৫ সেলসিয়াস কীভাবে রাখা যাবে— তারও কোনও সুরাহা হয়নি। ক্ষতি কমাতে বাংলাদেশ ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূণসহ ছয়টি দাবি বিশ্বদরবারে তুলে ধরা হয়েছে। তবে সেই দাবি পূরণে এখনও কোনও সুরাহ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দাবি আদায়ে রাজনৈতিকভাবে দেশগুলোকে আরও চাপ প্রয়োগ করতে হবে। 

জলবায়ু সম্মেলনে ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রাপ্তিতে যে প্রত্যাশা নিয়ে গিয়েছিল তা কতটা অগ্রগতি হলো এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ। সোমবার (৮ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারের বাংলাদেশ প্যাভিলিয়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তাতে জানানো হয়, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ১০০ বিলিয়ন আদায়ে বাংলাদেশকে উন্নত দেশগুলো কোনও রোডম্যাপ দেয়নি। ফলে এই অর্থ প্রাপ্তিতে সন্দেহ রয়েছে। এছাড়া কপ২৬ সম্মেলনে ছয়টি প্রস্তাব বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ১০০ বিলিয়ন আদায়ে কোনও রোড ম্যাপ দেওয়া হয়নি। তবে ছয়টি বিষয় বিশ্বদরবারে তুলে ধরা হয়েছে। 

বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংসদী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, তাপমাত্রা ১ দশসিক ১ সেলসিয়াস বাড়ার কারণে ক্ষতি বেড়েছে। চুক্তি অনুযায়ী ১ দশমিক ৫ সেলসিয়াল পর্যন্ত রাখার বিষয়ে আর আলোচনার সুযোগ নেই। ২০২৫ সালের পর ১০০ বিলিয়নের সহায়তা আরও বাড়াতে হবে। 

জলবায়ু বিশেষজ্ঞ ডা. আতিক রহমান বলেন, জলবায়ু মোকাবিলার ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি আরও বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনে দায়ী উন্নত দেশ, অথচ ক্ষতির সম্মুখীন বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কপ-২৬ সম্মেলনে জলবায়ুর ক্ষতি পূরণসহ বাস্তবসম্মত কিছু প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ দায়ী না হলেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত বায়ুমণ্ডলে তাপ কমানোর জন্য বাংলাদেশ এসব পদক্ষেপ নিয়েছে, যা কপ২৬ সম্মেলনে তুলে ধরা হয়। 

জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ বিদেশি বিনিয়োগে ১২ বিলিয়ন ডলারের ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিল করেছে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ুর ক্ষতি মোকাবিলায় বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের তহবিল দেওয়ার প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বের দরিদ্র দেশগুলো কী ধরনের ক্ষতির মুখে পড়ছে তা মোকাবেলায় টানা আট দিন চলেছে দেনদরবার। তারপরও জলবায়ু মোকাবিলায় স্পষ্ট কোনও প্রতিশ্রুতি দেয়নি উন্নত দেশগুলো। ফলে কোনও অগ্রগতি আসছে না। এতে জলবায়ুর বিরূপ পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশায় রয়েছে।

পরিবেশবিদরা বলছেন, ২৬তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে একটি রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে। যাতে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো লাভবান হয়। তা না হলে ক্ষতিগ্রস্ত দেশগুলো আরও ক্ষতির মুখে পড়বে।

/ইউএস/
সম্পর্কিত
২২ থেকে ২৫ এপ্রিল ন্যাপ এক্সপো সম্মেলন, থাকছেন ১১৪ দেশের প্রতিনিধি
‘কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা সাত গুণ বাড়াতে হবে’
পৃথিবীর উষ্ণতম বছর ২০২৩
সর্বশেষ খবর
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ