X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২১:৫৫

অবশেষে শ্রীলঙ্কায় চারজাতি ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৪-৪ গোলে ড্র করেছে মালদ্বীপের সঙ্গে। এই প্রতিযোগিতায় নতুন করে বাংলাদেশ-সেশেলস ম্যাচের তারিখ নির্ধারণ হয়েছে আগামীকাল (বুধবার)। বৃষ্টির কারণে নির্ধারিত সূচিতে ম্যাচ না হওয়ায় দুই দিন বেশি অনুশীলনের সময় পেয়েছে বাংলাদেশ দল। এই সময়ে নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন জামাল-তপুরা।

বারবার ম্যাচের সূচি পরিবর্তন হওয়াতে বাংলাদেশ দলের সবাই কিছুটা বিরক্ত। তবে এতে মানসিক জায়গায় কিছুটা প্রভাব পড়লেও লাল-সবুজ দলের খেলোয়াড়রা তৈরি খেলার জন্য। সেশেলসের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দল, তেমনটাই জানিয়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া ভিডিও বার্তায় বসুন্ধরা কিংসের এই তারকা গোলকিপার বলেছেন, ‘এখানে যেহেতু বাজে আবহাওয়ার কারণে বারবার (সূচি) বদলাচ্ছে... ভাগ্যেরও বিষয় আছে। আমরা যেহেতু পেশাদার খেলোয়াড়, পরের দিন ম্যাচ থাকলে মাইন্ডসেটও সেভাবে থাকে। কিন্তু সকালে উঠে যদি শুনি ম্যাচটি হবে না, এর একটা প্রভাব পড়ে। তবে সেশেলসের বিপক্ষে আমাদের যে ম্যাচটি আছে, সেটি যেকোনও ভাবে জিততে চাই আমরা।’

দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু এই ম্যাচ নিয়ে আশাবাদী, ‘মাঠে গড়িয়েছে প্রতিযোগিতা। এটাই এখন ইতিবাচক বার্তা। শুরুটা যেন ভালো করতে পারি সেভাবেই তৈরি হচ্ছে দল। খেলোয়াড়রা শতভাগ দিতে মাঠে নামতে মুখিয়ে আছে। সবাই লড়াই করার জন্য তৈরি।’

তবে বৈরি আবহাওয়ার কারণে বারবার ম্যাচের সূচি বদলে যাওয়াতে দলের সবাই যে বিরক্ত, তা ম্যানেজারের কথায় পরিষ্কার, ‘এটা কখনও ভালো নয়। প্রতিদিনই পরিকল্পনা করে আবার মাঠ থেকে ফিরে আসতে হচ্ছে। তবে সমস্যা থাকবেই। সমস্যা নিয়ে বসে থাকলে হবে না। খেলোয়াড়রা উজ্জীবিত আছে। আমরা ভালো কিছু করতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনও শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনও শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
বিশৃঙ্খলার কারণে তিন খেলোয়াড় ৫ বছর নিষিদ্ধ 
বিশৃঙ্খলার কারণে তিন খেলোয়াড় ৫ বছর নিষিদ্ধ 
চুনা পাথর নিয়ে দেশে আসছে এমভি আবদুল্লাহ, পৌঁছাবে কোনদিন?
চুনা পাথর নিয়ে দেশে আসছে এমভি আবদুল্লাহ, পৌঁছাবে কোনদিন?
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও