X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

এক নারী প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ৮ পুরুষ

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
১০ নভেম্বর ২০২১, ২২:০২আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২২:০২

ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে এক নারী প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন আট পুরুষ প্রার্থী। ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নারী প্রার্থীর পক্ষে কাজ করছেন বিপুল সংখ্যক নারী। নৌকা প্রতীক পাওয়া টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের এই প্রার্থীর নাম দেওয়ান তাহমিনা হক। আট পুরুষ প্রার্থীকে পেছনে ফেলে তাহমিনা চমক দেখাতে পারবেন বলে প্রত্যাশা ভোটারদের।

আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দেউলী ইউনিয়নে নির্বাচন। একই দিন জেলার তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেওয়ান তাহমিনা হক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন।

এই ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বী আট প্রার্থী হলেন- ইমরান হোসেন, এএইচ এম মাসুদুল আলম, এসএম আনিসুর রহমান, আতিকুর রহমান, আনিছুর রহমান, মো. ইলিয়াছ, খোরশেদ আলম ও বাবুল হোসেন রাজু। তারাও জয়ের ব্যাপারে আশাবাদী।

দেওয়ান তাহমিনা হক বলেন, ‘নারী প্রার্থী হিসেবে নারীরা তো আমার পেছনে একাট্টা হয়েছেনই, পুরুষ ভোটারদেরও ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।’

তিনি আরও বলেন, ‘আমি একবার সংরক্ষিত ওয়ার্ডে সদস্য, দুবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। সর্বশেষ ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়ী হলেও আমাকে পরাজিত দেখানো হয়। পরে আমি মামলা করলে আদালত আমার পক্ষে রায় দেন। আবার নির্বাচন এসে যাওয়ায় আমাকে দায়িত্ব দেওয়া হয়নি।’

দেওয়ান তাহমিনা হকের নির্বাচনি পথসভা

জানা যায়, দ্বিতীয় ধাপে জেলার দেলদুয়ার, ধনবাড়ি ও সখীপুর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেলদুয়ারের সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, ধনবাড়িতে সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে ১৮ জন ও সখীপুরে চারটি ইউনিয়নে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধনবাড়ি উপজেলার বীরতারা, বলিভদ্র ও মুশুদ্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ওই তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। এ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দলের প্রার্থীরা অংশগ্রহণ করলেও বিএনপির প্রার্থী নেই। তবে বেশ কিছু ইউনিয়নে বিএনপির অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এই তিনটি উপজেলার ১৮টি ইউনিয়নে ১৭২টি ভোটকেন্দ্রে এক লাখ ৯৪ হাজার ৩৫৩ পুরুষ এবং এক লাখ ৯৭ হাজার ৩৫৫ নারী ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ১৮টির মধ্যে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ কারণে ওই ইউপিগুলোতে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এএম/
সম্পর্কিত
আ.লীগ নেতার দখলে থাকা বিদ্যালয়ের জমির ধান কেটে নিলো শিক্ষক-কমর্চারীরা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রদল নেতাকর্মীর
সর্বশেষ খবর
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থামায় মামলা
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থামায় মামলা
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি 
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি 
জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দলে ফিরলেন ব্রাজিল লিজেন্ড
জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দলে ফিরলেন ব্রাজিল লিজেন্ড
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু