X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১
৫৫ বাউলের দুই হাজার গান নিয়ে বই

লোকজ সংস্কৃতি ছড়িয়ে দিতে ডিজিটালাইজেশন অপরিহার্য: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ২০:১৭আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২০:১৭

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মৈমনসিংহ গীতিকাসহ বাংলার সমৃদ্ধ লোকজ সংস্কৃতিকে বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে প্রচলিত ধারার বাইরে আসতে হবে। এই লক্ষ্যে সংস্কৃতিকে ডিজিটাইজ করা অপরিহার্য। সাংস্কৃতিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে দেশি সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দিতে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকায় বাংলা একাডেমি মিলনায়তনে ৫৫ জন বাউলের প্রায় দুই হাজার গান নিয়ে ‘নেত্রকোণার বাউলা গান’ শিরোনামের বই প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান মন্ত্রী।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সাবেক সচিব মাসুদ সিদ্দিকী এবং বইটির সম্পাদক ও বাউল গান সংগ্রাহক কেন্দুয়া উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম বক্তৃতা করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী ‘নেত্রকোণার বাউলা গান’ বইটিকে বাংলার লোকজ সাহিত্যের একটি সমৃদ্ধ ভান্ডার হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, চন্দ্রকুমার দে, দ্বীনেশ চন্দ্র সেনের রত্নভান্ডার মৈমনসিংহ গীতিকার পর নেত্রকোণার বাউল গান সংকলনটি  লোকজ সাহিত্যের আরেক গর্বের ধন। ভৈরব বাজার থেকে উত্তরে গারো পাহাড়ের পাদদেশ পর্যন্ত বিস্তীর্ণ জনপদের মানুষের বৈচিত্র্যময় জীবনধারা এর ভেতর খুঁজে পাওয়া যাবে। প্রাচীনকাল থেকেই বর্ষার লম্বা অবসরে বাউল গান শোনা এখানকার মানুষের জীবনের অংশ বলে জানান মন্ত্রী।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, নেত্রকোণার লোকজ সাহিত্যে সমৃদ্ধ। মৈমনসিংহ গীতিকার সিংহভাগই এখানকার মানুষ প্রাণ খুলে গাইতে পারে। মহুয়া-মলুয়া উপাখ্যান নেত্রকোণা অঞ্চলের বলেও তিনি উল্লেখ করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মধ্যে নেত্রকোণা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ অঞ্চল লোকজ সংস্কৃতির জন্য প্রসিদ্ধ। লোকগানের কিংবদন্তি শাহ আবদুল করিম, রাধারমণ, দুর্বিন শাহ নেত্রকোণার বাউল গান দিয়ে প্রভাবিত হয়েছিলেন। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এ গানের আবেদনে মুগ্ধ হয়েছিলেন।

সভাপতির বক্তৃতায় বাংলা একাডেমির মহাপরিচালক দুই হাজার গানের বইটির সম্পাদক নুরুল ইসলামের প্রশংসা করেন। তিনি বাংলার লোকসাহিত্যের পাদপীঠ বৃহত্তর ময়মনসিংহের কেন্দুয়ায় একটি লোকসাহিত্য জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

 

 

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন হোসেন আর নেই
বইমেলা শেষ, কবে স্বরূপে ফিরবে সোহরাওয়ার্দী উদ্যান?
সাঙ্গ হলো প্রাণের মেলা
সর্বশেষ খবর
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
সর্বাধিক পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া