X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আজ মুক্তি পাচ্ছে নিষিদ্ধ ছবি, তার আগে গানচমক

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ০০:০৫আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০০:০৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা সর্বশেষ কাজ করেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায়। শুটিং হয়েছিল বছর সাতেক আগে। ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে দুই দফা জমা হলেও সেটি ‘প্রদর্শন অযোগ্য’ বলে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন বোর্ড সদস্যরা।

সেই আলোচিত ছবিটি আজ (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মুক্তি পাচ্ছে ইউটিউব চ্যানেলে। এমনটাই নিশ্চিত করেন পরিচালক রুবেল আনুশ।

ছবিটি মুক্তির আগের দিন (২৪ নভেম্বর) সন্ধ্যায় লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘ঘর পালানো হাওয়া’ নামে ছবিটির প্রথম গান। এতে দর্শকরা দেখা পান ছবিটির অন্যতম নায়িকা রুমাই নোভিয়াকে। প্রচারণার স্বার্থে যাকে এতোদিন প্রকাশ্যে আনেননি পরিচালক।

নির্মাতা বললেন, ‘সান্সপেন্স রাখতেই নায়িকা রুমাই নোভিয়াকে এতোদিন গোপন করেছি আমরা।’

যদিও এর আগে নির্মাতা বলেছিলেন সিনেমার বিপণন কৌশলের কারণেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিমলাকে প্রচারণায় সামনে রেখেছেন। তবে, সিনেমায় প্রাধান্য পেয়েছেন চিত্রনায়িকা রুমাই নোভিয়া। 

রবি, গ্রামীণফোন, প্রাণ জুস-সহ বেশকিছু পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেলিং দিয়ে পরিচিতি পান রুমাই নোভিয়া। অভিনয় করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতেও। সিনেমার আইটেম গানে সাড়া জাগালেও বড়পর্দায় চিত্রনায়িকা রুমাই নোভিয়ার অভিষেক ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রের মাধ্যমে।

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্রটির জন্য দীর্ঘ সাত বছরের অপেক্ষা তার। অবশেষে বুধবার (২৪ নভেম্বর) প্রকাশ হয়েছে চলচ্চিত্রটির প্রথম গান ‘ঘর পালানো হাওয়া’। লিমন আহমেদের কথায়, সোহেল রাজের সুর ও কণ্ঠে গানটির মাধ্যমে এই প্রথম সিনেমার গানে প্রকাশিত হলেন রুমাই নোভিয়া।

তিনি বলেন, ‘প্রচারণার স্বার্থে আমাকে গোপন করে রাখা কতোটা যৌক্তিক হয়েছে তা নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানই বলতে পারবে। এ চলচ্চিত্রটির মাধ্যমে নতুন করে অভিনয়নির্ভর চরিত্রে ফিরবো বলে, ক্যারিয়ারে দীর্ঘ বিরতিও পড়েছে আমার। তবু, নির্মাতার বোধোদয় হয়েছে এতে আমি আনন্দিত। চলচ্চিত্রটি বড়পর্দায় মুক্তি পেলেই অপেক্ষা সার্থক হতো। তবু, মুক্তি তো পাচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাই।’

সিমলা, রুমাই নোভিয়া ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আবুল হায়াত, মনিরা মিঠু, সোহেল খান, মেহেদী আকাশ, মামুন, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ। সিমলা ও মামুন

/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!