X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ভাড়া নিয়ে বিতণ্ডার জের

ধাক্কা দিয়ে ফেলা হলো শিক্ষককে, পায়ের ওপর দিয়ে গেলো বাস 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০২১, ১১:১৩আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:১০

ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষককে চলন্ত অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে পায়ের ওপর বাসের চাকা তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ নভেম্বর) কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন ওসি নেজাম উদ্দিন। 

আহত রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি নগরীর সদরঘাট এলাকার পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট) প্রশিক্ষণার্থী ছিলেন।

আহত শিক্ষকের সহকর্মী ও পুলিশ জানিয়েছে, রহমত উল্লাহ শনিবার পিটিআই যাওয়ার জন্য অক্সিজেন এলাকা থেকে বাসে উঠেন। পরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করেন তিনি। এ নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাকে স্টেশন রোডের বটতলি এলাকায় না নামিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যায় বাসচালক ও তার সহকারী। এরপর সেখানে পৌঁছে হেলপার ধাক্কা দিয়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি আমরা জেনেছি। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। যে কারণে আমরা আইনি কোনও ব্যবস্থা এখনও গ্রহণ করতে পারিনি। অভিযোগ পেলে এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

 

/টিটি/
সম্পর্কিত
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ