X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাকিব ফেরায় কেমন হচ্ছে টিম কম্বিনেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ১৫:৫৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫:৫৯

ফিটনেস জটিলতায় ছিলেন না চট্টগ্রাম টেস্টে। তবে ঢাকা টেস্টে ফিরছেন সাকিব আল হাসান। তার ফেরাতে একাদশ গঠন অনেকটাই সহজ হয়ে গেছে টিম ম্যানেজমেন্টের। অধিনায়ক মুমিনুল সংবাদ সম্মেলনে এসে তেমনটাই জানিয়ে গেছেন।

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাত ব্যাটারের পাশাপাশি দুই পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঢাকা টেস্টে সাকিব বাদে দুই পেসার ও দুই স্পিনার নিয়েই বোলিং আক্রমণ সাজানোর পরিকল্পনা মুমিনুলের। বাংলাদেশ অধিনায়কের জন্য সাকিব বাড়তি অস্ত্র হিসেবে তো আছেনই।

আজ (শুক্রবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘সাকিব ভাই দলে আসলে একটু সহজ হয়। উনি আসায় আমরা চার বোলার সাত ব্যাটার নিয়ে চিন্তা-ভাবনা করছি।’

যুক্তরাষ্ট্র থেকে ফিরে গত শুক্রবার থেকে নিজেকে প্রস্তুত করতে কাজ শুরু করেছেন সাকিব। নিজের একাডেমিতে শৈশবের কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। চট্টগ্রাম টেস্টের দলে থাকলেও ফিটনেস ঠিক না থাকায় মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের। তবে ঢাকা টেস্টের আগে তিনি নিজেকে পুরোপুরি প্রস্তুত করে ফেলেছেন। গত দুই দিনের অনুশীলনে তার মধ্যে কোনও অস্বস্তি দেখেননি মুমিনুল, ‘এখন পর্যন্ত তার সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি।’

সাকিবের দলের সঙ্গে থাকা মুমিনুলের কাছে স্বস্তির বিষয়। সেটা কতটা, তার মুখ থেকেই শুনুন, ‘উনি (সাকিব) দলে থাকলে, ক্যাপ্টেন হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দলের জন্য। টিম কম্বিনেশনে ভারসাম্য আসে। সব মিলিয়ে সাকিব ভাইয়ের দলে থাকা আমাদের জন্য দারুণ ইতিবাচক।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি