X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আদালতে হামলা চালিয়ে জেমবি নেতাদের মুক্ত করতে বোমা বানাচ্ছিল তারা’

রংপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬

নীলফামারী জেলা শহরের মাঝপাড়ার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে পাঁচ জনকে আটক করেছে র‍্যাব। তাদের বিষয়ে করা সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির রংপুর অঞ্চলের সামরিক শাখার প্রধান অহিদুল ইসলাম ওরফে পলাশ একটি বাড়িতে আইডিডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করছে। তারা ইন্টারনেটের মাধ্যমে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা তৈরি করছিলো। তাদের মূল পরিকল্পনা ছিল রংপুর অঞ্চলের বিভিন্ন কারাগারে থাকা জেএমবির শীর্ষ নেতাদের কারাগার থেকে আনা নেওয়ার সময় অথবা আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে তাদের মুক্ত করা। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী এবং গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বোমা হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তারা বোমাগুলো তৈরি করছে।

শনিবার (৪ ডিসেম্বর) বিকালে রংপুরের আলমনগর স্টেশন রোড এলাকায় অবস্থিত র‌্যাব-১৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। এ সময় র‌্যাব-১৩ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, হামলার উদ্দেশে তারা বোমা তৈরি করছিল। ইতোমধ্যে রংপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণিপেশার ২০/২৫ জনকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। অভিযানে উদ্ধার করা উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট।

শনিবার সকালে তাদের আটক করে র‍্যাব। এর আগে, রাত ৩টা থেকে জেলা সদরের মাঝাপাড়া পুটিহারি গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নেন।

শনিবার সকালে রংপুর থেকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঢাকা থেকে হেলিকপ্টারযোগে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) আইন ও গণমাধ্যম শাখার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) পরিচালক আল মঈন নীলফামারীতে এসে পৌঁছান। তারপর শুরু হয় অভিযান।

আটকরা  হলেন- জাহেদুল ইসলাম (২৮), ওহেদুল ইসলাম (২৬), ওয়াহেদ আলী (৩০), আব্দুল্লাহ আল মামুন সুজা (২৬) ও নুরুল আমিন (২৮)।

/এফআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
উপবৃত্তির নামে প্রতারণা, ক্রেডিট-ডেবিট কার্ডে অর্থ লুট
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ