X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে চার নারীকে বিবস্ত্র করে মারধর, গ্রেফতার ৫

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১২:১৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:১৮

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ শহরের বাওয়া চক বাজারে চার নারীকে মারধর এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) ফয়সালাবাদের পুলিশ কর্মকর্তা ড. মোহাম্মদ আবিদ খান জানিয়েছেন, আরও গ্রেফতার করতে অভিযান চলছে আর সোমবারের এই ঘটনায় দায়ীদের কঠোর সাজার ব্যবস্থা করা হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চার নারীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি সামনে আসে। এরপরই মিল্লাত থানায় চার ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এরা হলেন ওসমান ইলেক্ট্রিক স্টোরের মালিক সাদ্দাম, তার কর্মচারী ফয়সাল, জহির আনোয়ার এবং একটি স্যানিটরি পণ্যের দোকান মালিক ফকির হোসেন। মামলায় আরও দশ জনকে অজ্ঞাত হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

মামলাটির বাদী হয়েছেন এক ময়লা সংগ্রহকারী নারী। তিনি অভিযোগে বলেছেন, গত সোমবার সকাল সাড়ে দশটার দিকে তিনি অন্য তিন নারীকে নিয়ে ময়লা সংগ্রহ করতে বাওয়া চক বাজারে যান।

তিনি পুলিশকে জানিয়েছেন, তৃষ্ণা পাওয়ায় তারা একটি দোকান-ওসমান ইলেক্ট্রিক স্টোরে যান এবং অভিযুক্তদের একজন সাদ্দামের কাছে এক বোতল পানি চান। কিন্তু দোকান মালিক সাদ্দাম তাদেরকে চোর হিসেবে অভিযুক্ত করে চিৎকার করা শুরু করে। আর তা শুনে অন্য অভিযুক্তরা দোকানে ছুটে আসে।

তারা ওই চার নারীকে পেটানো শুরু করে, বেঁধে ফেলে এবং সাড়া মার্কেটে ঘোরায়। মামলার অভিযোগে বলা হয়েছে, ‘তারা প্রায় এক ঘণ্টা ধরে আমাদের পেটায় এবং বিবস্ত্র আমাদের ভিডিও ধারণ করে।’ পরে মারধরের শিকার নারীদের স্বজনেরা বাজারে পৌঁছায় এবং জড়ো হওয়া পথচারীরা নারীদের চলে যেতে দিতে চাপ দেয়।

পাঞ্জাব পুলিশের এক টুইট বার্তায় বলা হয়েছে, সোমবার রাতেই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার আরও তিন জনকে গ্রেফতার করা হয়।

/জেজে/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ পাকিস্তানের আদালতের
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
সর্বশেষ খবর
কৃষ্ণচূড়ার লালে সেজেছে নগরী (ফটো স্টোরি)
কৃষ্ণচূড়ার লালে সেজেছে নগরী (ফটো স্টোরি)
চট্টগ্রামে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় সিইউজের নিন্দা
চট্টগ্রামে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় সিইউজের নিন্দা
সরকারের সব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গরিব থাকবে না: প্রধানমন্ত্রী
সরকারের সব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গরিব থাকবে না: প্রধানমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক
রিমান্ড শেষে কারাগারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি