X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

অমিতাভের বাসায় উঠলেন কৃতি!

বিনোদন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২১, ২০:১৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২২:৪০

অমিতাভের বাসায় উঠলেন কৃতি! মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের ঘরবাড়ির সংখ্যা নেহাত কম নয়। জুহু, আন্ধেরির মতো অভিজাত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শাহেনশার একাধিক বাংলো। এবার তার একটি ভাড়া নিলেন বলিউড নায়িকা কৃতি শ্যানন। 

আন্ধেরির ডুপ্লেক্স বাড়িটি নিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগামী দু-বছরের জন্য চুক্তি করেছেন তিনি।

দিন কয়েক আগেই কেবিসির মঞ্চে হাজির হয়ে অমিতাভের সঙ্গে রোমান্টিক ডান্সও করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। এরপরই ভাড়ার বিষয়টি সামনে এলো।

জানা যায়, আন্ধেরির (পশ্চিম) লোখন্ডওয়ালা রোডে এই বাড়িটির অবস্থান। সেখানকার ২৮ তলার ডুপ্লেক্স ওই ফ্ল্যাটে থাকার জন্য প্রতি মাসে ১০ লাখ রুপি ভাড়া গুনতে হবে কৃতিকে। তবে অ্যাডভান্সের কথা শুনলে চোখ কপালে উঠবে। ওই বাড়িতে ওঠার আগে ৬০ লাখ রুপি দিতে হয়েছে কৃতিকে। যা ছয় মাসের ভাড়ার সমান। 

এদিকে সংবাদমাধ্যম জানাচ্ছে, কৃতির সঙ্গে অমিতাভের এই ভাড়ার চুক্তির রেজিস্টার করা হয়েছে গত ১২ নভেম্বর। আগামী ২৪ মাস পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।

জানা গেছে, ২০২০ সালেই ৩১ কোটি টাকা দিয়ে আটলান্টিস আবাসনে ডুপ্লেক্সটি কিনেছিলেন অমিতাভ, যদিও সেটির রেজিস্ট্রেশনের কাজ হয়েছে ২০২১-এর এপ্রিল মাসে। 

এছাড়া নিজেদের আরও একটি বাড়ি এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লিজ দিয়েছেন অমিতাভ ও অভিষেক বচ্চন।
এই মুহূর্তে জুহুর ‌‌‘জলসা’ বাংলোতে থাকেন অমিতাভ। ‘প্রতীক্ষা’ নামের আরও একটি বাংলো রয়েছে জলসার খুব কাছেই। 

এর আগে জুহুর একটি অ্যাপার্টমেন্টে থাকতেন কৃতি। সেটি ২০১৪ সালে কিনেছিলেন এই অভিনেত্রী। বাবা-মা ও বোনকে নিয়েই ওই বাড়িতে থাকতেন ‘হিরোপন্তি’ নায়িকা। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
হার্টে নয়, অমিতাভের পায়ে করা হলো এনজিওপ্লাস্টি!
হার্টে নয়, অমিতাভের পায়ে করা হলো এনজিওপ্লাস্টি!
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
সবচেয়ে ক্ষমতাধর ভারতীয়: তারকাদের মধ্যে শীর্ষে শাহরুখ খান
সিনেমায় বিগ বি’র ৫৫ বছর, উদযাপনে এআই!
সিনেমায় বিগ বি’র ৫৫ বছর, উদযাপনে এআই!
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
ঢাকায় প্রথমবার ‘পপাই’র একক কনসার্ট
ঢাকায় প্রথমবার ‘পপাই’র একক কনসার্ট
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী