X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

জাতির পিতা বঙ্গবন্ধু এতে কোনও ভুল নেই: রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৯:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০:১১

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না। সে কারণে সবকিছু ভুলে গিয়ে এক কাতারে আমাদের শামিল হতে হবে যে জাতির পিতা বঙ্গবন্ধু, এখানে কোনও ভুল নেই।

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ১৪৮টি আসন পেয়েছিল। আমরা পেয়েছিলাম ৩৬টি আসন, বিএনপি পেয়েছিল ১১৬টি আসন। আমরা যদি বিএনপির সঙ্গে যোগ দিতাম, তাহলে মোট আসন হতো ১৫২টি। তাহলে ক্ষমতায় কিন্তু আমরাই যেতে পারতাম। তখন এরশাদ সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এরশাদ সাহেব রাজি হননি। তিনি বলেছিলেন, ‘আমি সাবেক প্রেসিডেন্ট অথচ বিএনপি ১২ দিন আমাকে জেলখানার মেঝেতে শুইয়ে রেখেছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, তাই আমি বঙ্গবন্ধুর দলকে সমর্থন করতে চাই।’

বিরোধী দলের চিফ হুইপ বলেন, ‘‘২০১৪ সালে আমি মন্ত্রী হয়েছিলাম আওয়ামী লীগের সমর্থনে বিরোধী দল থেকে। কিন্তু ২০১৯ সালে আমরা মন্ত্রিসভায় যাইনি। এরশাদ সাহেব বলেছিলেন—‘বিরোধী দল থেকে মন্ত্রী হলে লোকে খারাপ বলে, ওয়ার্ল্ডে আমাদের জবাব দিতে হয়। সে কারণে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা বাইরে থাকবো।’ সেই হিসেবে আমরা বাইরে আছি। আমরা সংসদ সদস্য রয়েছি ২৬ জন।’’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম ও পুলিশ সুপার জয়তা শিল্পী প্রমুখ।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
অবস্থান পাল্টালেন রাঙ্গা, বললেন ‘আর হাসির পাত্র হতে চাই না’
রাঙ্গা ও জিএম কাদেরের ভাতিজা আসিফের শোচনীয় পরাজয়ের নেপথ্যে
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
সময়ের রূপক ‘ক্রীতদাসের হাসি’
সময়ের রূপক ‘ক্রীতদাসের হাসি’
‘সরকারের ব্যর্থতার কারণে জনগণ দ্রুত নির্বাচন চায়’
‘সরকারের ব্যর্থতার কারণে জনগণ দ্রুত নির্বাচন চায়’
বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব: দুদক চেয়ারম্যান
বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব: দুদক চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
লিফটে নামতে ‘বাধা’, ১৭ মিনিট পর এজলাস ছাড়লেন মমতাজ
লিফটে নামতে ‘বাধা’, ১৭ মিনিট পর এজলাস ছাড়লেন মমতাজ