X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আরও ৮ নেতাকে আ.লীগ থেকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২১, ০৯:৫৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫

বগুড়ার ধুনটে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে আট জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ সরকার ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাক্ষরিতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে নির্বাচন সংক্রান্ত কারণে জেলায় ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

বহিষ্কৃত আট নেতা হলেন—গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ নেতা গোলাম হোসেন সরকার, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহিন এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান।

এ বিষয়ে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম বলেন, এসব নেতা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের সঙ্গে বেইমানি করেছেন। তারা নৌকা মার্কাকে পরাজিত করতে ব্যাপক ভূমিকা পালন করেছেন। তাই দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এই নির্বাচনে মনোনয়ন না পেয়ে দলের প্রতি শ্রদ্ধা রেখে এবারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারপরও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অবৈধভাবে দল থেকে বহিষ্কারের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এ ব্যাপারে দলের সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজি জুয়েল জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় এ পর্যন্ত ৪৮ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৪ তৃণমূল নেতাকে বহিষ্কার বিএনপির
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত