X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

হংকংয়ে সংবাদমাধ্যম অফিসে অভিযান, গ্রেফতার ৬

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৬

একটি স্বাধীন সংবাদমাধ্যমের কার্যালয়ে অভিযান চালিয়েছে হংকং পুলিশ। রাষ্ট্রদ্রোহী প্রকাশনার ষড়যন্ত্রের অভিযোগে এই অভিযানে ‘স্টান্ড নিউজ’ নামের সংবাদমাধ্যমটির মোট ছয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্যবস্তু বানানো হয়েছে সাবেক ও বর্তমান কর্মীদের।

স্টান্ড নিউজের কার্যালয়ে চালানো অভিযানে দুইশ’রও বেশি পুলিশ সংশ্লিষ্ট রয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, তল্লাশি অভিযান এখনও চলছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে তাদের কাছে তল্লাশি এবং সাংবাদিক সংশ্লিষ্ট উপকরণ জব্দের অনুমতি রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন স্টান্ড নিউজের সাবেক ও বর্তমান চিফ এডিটর। এছাড়া সাবেক বোর্ড সদস্য এবং পপ তারকা থেকে গণতান্ত্রিক আইকনে পরিণত হওয়া ডেনিসে হো গ্রেফতার হয়েছেন। এক ফেসবুক পোস্টে ডেনিসে হো জানিয়েছেন একই অভিযোগে গ্রেফতার করে তাকে পশ্চিম জেলা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তিন নারী ও তিন পুরুষ। তাদের বয়স ৩৪ থেকে ৭৪ বছর।

স্টান্ড নিউজের ফেসবুক পেজে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, বুধবার সকালে একাধিক পুলিশ কর্মকর্তা ডেপুটি অ্যাসাইনমেন্ট পরিচালক রনসন চানের কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাকে গ্রেফতার করা হয়নি কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।

আগের রাতে রনসন চান হংকং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ সভায় যোগ দেন। সেখানে তিনি অ্যাপল ডেইলি বন্ধ হয়ে যাওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘সামনে যত কঠিন সময় আসুক না কেন হংকং এর সর্বদাই সত্য এবং সাংবাদিকদের প্রয়োজন হবে।’

এই বছরের শুরুতে অ্যাপল ডেইলি বন্ধ হয়ে যাওয়ার পর হংকংয়ের একমাত্র উন্মুক্ত গণতন্ত্রপন্থী প্রকাশনা হিসেবে থেকে যায় স্টান্ড নিউজ। ২০১৯ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর যে কয়েকটি নতুন অনলাইন পোর্টাল খ্যাতি পায় তার মধ্যে অন্যতম স্টান্ড নিউজ।

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেন নিয়ে চীনের শান্তি পরিকল্পনায় পুতিনের সমর্থন
সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে মানবঢাল বানানো হচ্ছে রোহিঙ্গাদের?
চাবাহার বন্দর: ভারত-ইরান চুক্তির পর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল